আঞ্চলিক উত্তেজনার মধ্যেই ক্ষেপণাস্ত্র ঘাঁটি পরিদর্শন করলেন কিম
প্রবাহ ডেস্ক : চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যেই ক্ষেপণাস্ত্র ঘাঁটি পরিদর্শন করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। এ সময় যুক্তরাষ্ট্রের পারমাণবিক সক্ষমতাকে উত্তর কোরিয়ার আঞ্চলিক নিরাপত্তার জন্য ক্রমবর্ধমান হুমকি বলে উল্লেখ করেন তিনি। গতকাল বুধবার বার্তা সংস্থা কেএনসিএ’র বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। পরিদর্শনকালে কিম বলেন, মার্কিন পারমাণবিক সক্ষমতার বিপরীতে পিয়ংইয়ং তার কঠোর অবস্থান বজায় রেখেছে। এ সময় সশস্ত্র বাহিনীর আধুনিকীকরণ ও কৌশলগত ক্ষেপণাস্ত্র তৈরিকে অগ্রাধিকার দেওয়ার ওপর জোর দেন তিনি। সফরে কিমের সঙ্গে আরও ছিলেন তার বোন কিম ইয়ো জং ও ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সহকারী পরিচালক কিম জং সিক। জাতিসংঘের আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আওতায় রয়েছে উত্তর কোরিয়া। তবে জাতিসংঘের এই নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করেই প্রায়ই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে থাকে দেশটি। একইসঙ্গে নিজেদের পারমাণবিক সক্ষমতা বাড়ানোর প্রচেষ্টাও অব্যাহত রেখেছে। উত্তর কোরিয়ার সঙ্গে সাম্প্রতিক মাসগুলোতে মস্কোর ঘনিষ্ঠতা বেড়েছে। মে মাসে যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে অংশীদারিত্বের একটি ‘নতুন যুগের’ প্রতিশ্রুতি দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ও কোরীয় নেতা কিম জং উন। এ নিয়ে সিউলে অনুষ্ঠিত একটি বৈঠকে উদ্বেগও প্রকাশ করেছেন দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিন ওন-সিক ও পোল্যান্ডের জাতীয় নিরাপত্তা ব্যুরোর প্রধান জেসেক সিয়েভিয়েরা। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে উত্তর কোরীয় সেনারা রণক্ষেত্রে লড়াই করছে বলেও অভিযোগ রয়েছে। তবে এমন অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছে পিয়ংইয়ং। তবে এ নিয়ে দক্ষিণ কোরিয়া ও তার মিত্রদের সঙ্গে দেশটির উত্তেজনা বেড়েই চলেছে। এদিকে, উ্ত্তর কোরিয়ার সেনা মোতায়েনের পরিকল্পনার বিষয়ে গোয়েন্দা তথ্য পাওয়ার পর, দক্ষিণ কোরিয়াও ইউক্রেনে সেনা ও অস্ত্র পাঠাবে বলে হুঁশিয়ারি দিয়েছে।