আন্তর্জাতিক

আমিরাতে অবৈধ প্রবাসীরা আরও দুই মাস সুযোগ পেল

প্রবাহ ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে আবারও দু’মাসের জন্য বাড়ানো হয়েছে অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমার মেয়াদ। গত ১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। নতুন মেয়াদে এই সাধারণ ক্ষমা চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। গত বৃহস্পতিবার ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি (আইসিপি) এই সময়সীমা বাড়ানোর ঘোষণা দেয়। খবর খালিজ টাইমসের। গত ১ সেপ্টেম্বর থেকে দুই মাসের সাধারণ ক্ষমা ঘোষণা করেছিল আমিরাত সরকার। সাধারণ ক্ষমার পূর্ব নির্ধারিত সময়সীমা ৩১ অক্টোবর শেষ হওয়ার কথা থাকলেও তা আরও দুই মাস বাড়ানোর ঘোষণা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এই সাধারণ ক্ষমার ফলে অবৈধ প্রবাসীরা বৈধ হওয়ার জন্য সুযোগ পাচ্ছেন। এ সুবিধার আওতায় যারা পূর্বে আমিরাতে রেসিডেন্স ভিসায় ছিলেন এবং বর্তমানে অবৈধ, তারা ‘স্পন্সর’ খুঁজে বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন অথবা বিনা জেল-জরিমানা বা নিষেধাজ্ঞা ছাড়াই আমিরাত ত্যাগ করতে পারছেন। আইসিপির মহাপরিচালক মেজর জেনারেল সুহেল সাঈদ আল খাইলি বলেন, এই সিদ্ধান্তের পেছনে মানবিক দিকটির প্রতিফলন রয়েছে, যা লঙ্ঘনকারীদের জরিমানা থেকে অব্যাহতি দিয়ে তাদের অবস্থা নিয়মিত করার সুযোগ করে দেয়। তিনি আরও বলেন, এটি তাদের পরিবারকে সুরক্ষিত রাখার সুযোগও দেয় এবং লঙ্ঘনকারীদের তাদের পূর্ণ অধিকার পেতে সাহায্য করে। তবে সতর্ক করে তিনি বলেন, বর্ধিত সময়সীমার পরও যারা বসবাসের নিয়ম লঙ্ঘন করবেন তাদের জন্য জরিমানা পুনর্বহাল করা হবে। আইসিপি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে পরিদর্শন প্রচারণা জোরদার করার পরিকল্পনা করেছে এবং নো-এন্ট্রি তালিকায় লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত করার জন্য কঠোর পদক্ষেপ গ্রহণ করবে বলেও জানান তিনি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button