আন্তর্জাতিক

উত্তর কোরিয়াকে সিংহ ও ভালুক উপহার দিলেন পুতিন

প্রবাহ ডেস্ক : উপহার হিসেবে উত্তর কোরিয়াকে ৭০টিরও বেশি প্রাণি পাঠালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত বুধবার রুশ সরকারের পক্ষ থেকে জানানো হয়, পিয়ংইয়ংয়ের কেন্দ্রীয় চিড়িয়াখানার জন্য সিংহ ও দুইটি বাদামী ভালুকসহ ৭০টিরও বেশি প্রাণী পাঠিয়েছে মস্কো চিড়িয়াখানা। এটি মস্কো এবং পিয়ংইয়ংয়ের ক্রমবর্ধমান সম্পর্কের আরও একটি উদাহরণ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। পুতিনের পরিবেশমন্ত্রী আলেকজান্ডার কজলোভ এই প্রাণীগুলো একটি কার্গো প্লেনে করে উত্তর কোরিয়ার রাজধানীতে নিয়ে যান। গত বুধবার কজলোভের দপ্তর তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে এ তথ্য জানায়। মস্কো থেকে পাঠানো এই প্রাণীগুলোর মধ্যে আরও ছিল দুইটি ইয়াক, পাঁচটি কাকাতুয়া, ডজনখানেক তিতির, এবং ম্যান্ডারিন হাঁস। এই উপহার এমন সময়ে এসেছে, যখন যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া প্রকাশ করেছে যে, ইউক্রেনে রাশিয়ার হয়ে যুদ্ধ করতে হাজার হাজার সেনা পাঠিয়েছে রাশিয়া। এটি প্রথমবার নয় যে রাশিয়া উত্তর কোরিয়ায় প্রাণী পাঠিয়েছে। এর আগেও, এ বছরের শুরুতে পুতিন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে ২৪টি খাঁটি প্রজাতির ঘোড়া উপহার দিয়েছিলেন। যা বলা হয় উত্তর কোরিয়া থেকে সরবরাহ করা গোলাবারুদের জন্য কৃতজ্ঞতাস্বরূপ। পুতিন এবং কিম সাম্প্রতিক মাসগুলোতে তাদের জোট আরও শক্তিশালী করেছেন, কারণ উভয় দেশই পশ্চিমা নিষেধাজ্ঞার মুখোমুখি। গত জুন মাসে উত্তর কোরিয়া সফর করে কিমের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেন পুতিন, যাতে উভয় দেশ একে অপরকে ‘আগ্রাসন’ থেকে রক্ষা করার প্রতিশ্রুতি দেয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button