আন্তর্জাতিক

এবার গোয়েন্দা প্রধানের সঙ্গে বিরোধে জড়ালেন নেতানিয়াহু

প্রবাহ ডেস্ক : ইসরায়েলি সেনাবাহিনীর গোপন তথ্য ফাঁসের ঘটনায় তদন্ত নিয়ে অভিযোগের জবাবে কঠোর ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির গোয়েন্দা সংস্থা শিন বেটের প্রধান রোনেন বার। তিনি সমালোচকদের প্রতি অভিযোগ করে বলেছেন, যুদ্ধের সময় সংস্থাকে দুর্বল করার চেষ্টা চলছে। ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে। শুক্রবার চ্যানেল টুয়েলভ নিউজ জানায়, জায়নবাদী কয়েকজন যাজকের অভিযোগের ভিত্তিতে রোনেন বার এই চিঠি লেখেন। মূলত অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত ও তাদের আচরণ নিয়ে সম্প্রতি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রকাশ্য অভিযোগের জবাবে এই চিঠি লেখা হয়। যদিও নেতানিয়াহুর নাম কোথাও উল্লেখ করা হয়নি। নেতানিয়াহু সম্পর্কে গুজব রয়েছে যে, তিনি রোনেন বার, আইডিএফের বর্তমান প্রধান হারজি হালেভি ও অ্যাটর্নি জেনারেল বাহারাভ-মিয়ারাকে বরখাস্ত করার পরিকল্পনা করছেন। যদিও এ নিয়ে তিনি প্রকাশ্যে কিছু বলেননি। শিন বেটের তদন্তের ফলস্বরূপ ২১ নভেম্বর নেতানিয়াহুর সহকারী এলি ফেল্ডস্টেইন ও এক অজ্ঞাতনামা আইডিএফ কর্মকর্তার বিরুদ্ধে গুরুতর জাতীয় নিরাপত্তা অভিযোগে মামলা দায়ের হয়। চিঠিতে বার উল্লেখ করেন, ৭ অক্টোবর ২০২৩ সালে হামাসের হামলার পর থেকে আইডিএফ, শিন বেট ও মোসাদের ১৯টি তথ্য ফাঁসের ঘটনা তদন্ত করেছেন তারা। তিনি জানান, ফেল্ডস্টেইন সম্পর্কিত তদন্তের শুরু হয়েছিল আইডিএফের ভেতরে। এটি প্রমাণ করে যে প্রধানমন্ত্রীর অফিসের কোনও নির্দিষ্ট লক্ষ্য ছিল না। তিনি আরও বলেন, তদন্তে পক্ষপাতিত্ব বা অমানবিক আচরণ করা হয়নি। তদন্ত হয়েছে যথাযথ বিচারিক তত্ত্বাবধানে। নেতানিয়াহুকে পরোক্ষভাবে ইঙ্গিত করে বার বলেন, যুদ্ধের ব্যর্থতার দায়ভার নেওয়ার ক্ষেত্রে আমরা প্রতিরক্ষা বিভাগের সদস্যরাই প্রথম স্বীকার করেছি। যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই শিন বেট একটি জাতীয় তদন্ত কমিশন গঠনের আহ্বান জানিয়ে এসেছে। চিঠিতে বার সমালোচকদের উদ্দেশ্যে উল্লেখ করেন, কিছু ব্যক্তি বিশেষ স্বার্থের জন্য প্রকৃত ঘটনা বিকৃত করে ষড়যন্ত্র ছড়াচ্ছে। এতে সংস্থার প্রতি জনমনে সন্দেহ সৃষ্টি করছে। তবে শিন বেট যথাসম্ভব ধৈর্য ধরে কাজ চালিয়ে যাচ্ছে। তদন্তের গুরুত্ব ব্যাখ্যা করতে গিয়ে বার বলেন, এই ঘটনার কারণে জাতীয় নিরাপত্তা, যুদ্ধের লক্ষ্য অর্জন ও সেনাদের সুরক্ষায় ভয়াবহ ক্ষতি হয়েছে। শিন বেটের হস্তক্ষেপ না হলে পরিস্থিতি আরও খারাপ হতো। তিনি দাবি করেছেন, আইন মেনে কাজ চালিয়ে যাবেন তারা। উল্লেখ্য, এর আগে প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন নেতানিয়াহু।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button