আন্তর্জাতিক

ইসরায়েলে আকস্মিক রকেট হামলা, আহত ১৬

প্রবাহ ডেস্ক : ইসরায়েলে গভীররাতে এক আকস্মিক ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। ইয়েমেন থেকে নিক্ষিপ্ত রকেটে তেল আবিবের একটি এলাকায় বেশ কিছু ভবনের জানালার কাচ ভেঙে ১৬ জন সামান্য আহত হয়েছেন বলে গতকাল শনিবার ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে। মার্কিন বার্তাসংস্থা এপি এ খবর জানিয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, ক্ষেপণাস্ত্র আঘাত হানার আগেই গতকাল শনিবার ভোর ৪টার দিকে সতর্ক সংকেত জারি করা হয়। আতঙ্কিত মানুষ আশ্রয়কেন্দ্রের দিকে দৌড়ানোর সময় পড়ে গিয়ে আরও ১৪ জন সামান্য আহত হন। এদিকে, ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের পক্ষ থেকে তাদের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে দাবি করা হয়, তারা একটি সামরিক লক্ষ্যবস্তুতে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। অবশ্য লক্ষ্যবস্তু সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়নি তারা। ইয়েমেনে হুথিদের দখলে থাকা সানা ও হোদেইদা শহরে ইসরায়েলি বিমান হামলার দুদিন পার না হতেই এই হামলা হলো। ওই হামলায় কমপক্ষে নয়জন নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, এর আগে হুথিদের একটি দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র একটি ইসরায়েলি স্কুল ভবনে আঘাত হানে। তার প্রতিক্রিয়াতেই হামলা চালিয়েছে তারা। এদিকে, হুতিরাও দাবি করেছে যে, বৃহস্পতিবার কেন্দ্রীয় ইসরায়েলের একটি সামরিক লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালিয়েছে তারা। দুপক্ষের দাবি থেকে হামলার সত্যতা নিশ্চিত হওয়া গেলেও লক্ষ্যবস্তু নিয়ে বিবৃতিতে পার্থক্য রয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, ইরান-সমর্থিত হুথিরা গাজা যুদ্ধ চলাকালে ওই এলাকায় দুশতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এছাড়াও, হুথিরা লোহিত সাগর ও এডেন উপসাগরের বাণিজ্যিক জাহাজে নিয়মিত হামলা চালিয়ে আসছে। গাজায় যুদ্ধবিরতি না হওয়া পর্যন্ত সাগরে তাদের সশস্ত্র কার্যক্রম চলবে বলে ঘোষণা করেছে তারা। বৃহস্পতিবার হুথি নিয়ন্ত্রিত লোহিত সাগরের বন্দরগুলোতে ইসরায়েলি হামলায় উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক জানিয়েছেন, ওই হামলায় যে গুরুতর ক্ষতি হয়েছে তা বন্দরগুলোর কার্যক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেবে। ইয়েমেনের দীর্ঘ গৃহযুদ্ধের সময় খাদ্য সরবরাহের জন্য হোদেইদার বন্দর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলায় আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির ঝুঁকি দেখা দিচ্ছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। জাতিসংঘের মধ্যস্থতা প্রচেষ্টা ক্ষুণ্ণ হচ্ছে বলেও দুঃখ প্রকাশ করেছেন তিনি।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button