আন্তর্জাতিক

নববর্ষ উদযাপনের সময় ফাঁকা গুলি, আহত ২৯ পাকিস্তানি

প্রবাহ ডেস্ক : নববর্ষ উদযাপনে গুলি চালালে পাকিস্তানের করাচিতে দুই নারীসহ কমপক্ষে ২৯ জন আহত হয়েছেন। আহতদের জিন্না হাসপাতাল এবং আব্বাসি শহীদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জিও নিউজের প্রতিবেদনে এই খবর বলা হয়েছে। এদিকে লাহোরে নববর্ষ উদযাপনের সময় আইন লঙ্ঘনের অপরাধে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ধারকারী সূত্র জানিয়েছে, লিয়াকতাবাদ, গুলশানে ইকবাল, শাহ ফয়সাল কলোনি এবং ওরাঙ্গি টাউনের বাসিন্দারা বেশি আহত হয়েছেন। নববর্ষ উদযাপনের সময় ফাঁকা গুলি চালিয়ে উল্লাস প্রকাশ করার সময় ওই ঘটনা ঘটেছে। এ ঘটনার পরে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান শুরু করে এবং ৩০ জনকে গ্রেপ্তার করেছে। তবে এ ঘটনার আগেই করাচির পুলিশ সতর্কতা জারি করে বলেছিল, নববর্ষ উদযাপনের সময় ফাঁকা গুলি চালালে হত্যার চেষ্টার অভিযোগের মুখোমুখি হতে হবে। লাহোরে ইতিমধ্যে নববর্ষ উদযাপনে আইন লঙ্ঘনের জন্য বেশ কয়েকজন ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। লাহোরের বিভিন্ন অংশে গুলি ও সহিংস পরিবেশ তৈরির পর এই অভিযান চালিয়েছে পুলিশ। ডিআইজি অপারেশন্স আইন প্রয়োগকারী প্রচেষ্টা তদারকি করতে নগরীর বিভিন্ন এলাকায় গভীর রাতে পরিদর্শন করেন। এ ছাড়া করাচির আরেকটি এলাকায় শাদবাগে গভীর রাতে অভিযান চালিয়ে ১৫ জনকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button