প্রেসিডেন্ট হিসেবে সবশেষ বিদেশ সফর বাতিল করলেন বাইডেন
![](https://dailyprobaha.com.bd/wp-content/uploads/2023/11/biden-1.webp)
প্রবাহ ডেস্ক : লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ায় ইতালি সফর বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। প্রেসিডেন্ট হিসেবে সবশেষ বিদেশ সফরের অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার থেকে আগামীকাল শনিবার পর্যন্ত ইতালি সফর করার কথা ছিল বাইডেনের। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে এক বিবৃতিতে গত বুধবার এ তথ্য জানিয়েছেন। জানা গেছে, রোমে পোপ ফ্রান্সিসের সাথে সাক্ষাৎ করার কথা ছিল বাইডেনের কারিন জিন-পিয়েরে জানিয়েছেন, লস অ্যাঞ্জেলেসে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা, দমকল এবং জরুরি বিভাগের কর্মীদের সাথে বৈঠক করার পর গতকাল ভোরে ওয়াশিংটনে ফিরে এসে বাইডেন এই সিদ্ধান্ত নিয়েছেন এদিকে, লস অ্যাঞ্জেলেসে দ্রুত ছড়িয়ে পড়তে থাকা দাবানল ইতোমধ্যে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। দাবানলে পুড়ে গেছে বিস্তীর্ণ এলাকা কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত পাঁচজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। পুড়ে গেছে এক হাজারের বেশি বাড়ি।