আন্তর্জাতিক

এবার একাধিক স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া

প্রবাহ ডেস্ক: উত্তর কোরিয়া ফের একাধিক স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। গতকাল মঙ্গলবার সকালে দেশটির পূর্ব উপকূল থেকে সমুদ্রের দিকে ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করা হয়। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ (জেসিএস) জানান, গতকাল মঙ্গলবার স্থানীয় সময় আনুমানিক সাড়ে ৯টার দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। ধারণা করা হচ্ছে, এটি উত্তর কোরিয়ার জাগাং প্রদেশ থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। ইয়োনহাপ সংবাদ সংস্থা এসব তথ্য জানিয়েছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানায়, ক্ষেপণাস্ত্রগুলো কোরিয়ান উপদ্বীপ এবং জাপানের মধ্যবর্তী জলসীমায় পড়ার আগে ২৫০ কিলোমিটার (১৫৫ মাইল) পথ পাড়ি দিয়েছে। জেসিএস জানিয়েছে, উত্তর কোরিয়া আরও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে কিনা সে বিষয়ে তাদের প্রস্তুতি নেয়া হচ্ছে এবং দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী উত্তর কোরিয়ার কার্যকলাপের ওপর নজরদারি জোরদার করেছে। তারা আরও জানিয়েছে, সিউল এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাপানি মিত্রদের সঙ্গে নিবিড়ভাবে যোগাযোগ রক্ষা করছে। জেসিএস জানিয়েছে, তারা এই উৎক্ষেপণের তীব্র নিন্দা জানিয়েছে। কারণ এটি একটি স্পষ্ট উসকানি যা কোরীয় উপদ্বীপের শান্তি ও স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকিস্বরূপ। উত্তর কোরিয়া যে বর্তমান পরিস্থিতির ‘ভুল বিচার’ করছে তার বিরুদ্ধে এবং যেকোনো উসকানির জবাব দেয়ার প্রতিশ্রুতি দিচ্ছে দক্ষিণ কোরিয়া। এদিকে দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং-মোক বলেছেন, তারা উত্তর কোরিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কঠোর জবাব দেবে এবং এ ধরনের অস্ত্র পরীক্ষা নিষিদ্ধ করার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলো পিয়ংইয়ংয়ের অব্যাহতভাবে লঙ্ঘন করায় নিন্দা জানিয়েছেন সাং-মোক। মঙ্গলবারের উৎক্ষেপণটি ছিল এ বছর এখন পর্যন্ত দ্বিতীয়। এর আগে ৬ জানুয়ারি উত্তর কোরিয়া একটি নতুন ধরনের হাইপারসনিক মধ্যবর্তী-পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়। এর আগে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন প্রতিদ্বন্দ্বী দেশগুলোর মোকাবিলায় তার পারমাণবিক অস্ত্রের সংগ্রহ বাড়ানোর প্রতিশ্রুতি দেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button