আন্তর্জাতিক

পাকিস্তান-আফগানিস্তান সম্পর্ক চ্যালেঞ্জের মুখে

প্রবাহ ডেস্ক : সাম্প্রতিককালে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে পাল্টাপাল্টি হামলা দেশ দুইটির মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখতে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। চলতি বছরের শুরুর দিকে ডুরান্ড লাইনে দুই দেশের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে করে আঞ্চলিক স্থিতিশীলতা হুমকির মুখে পড়েছে। খবর খামা প্রেসের। প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের কুনার প্রদেশের নাওয়া পাস এলাকায় সর্বশেষ হামলা চালায় পাকিস্তান। এতে হতাহতের ঘটনাও ঘটেছে। এর আগে গত ২৪ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর হামলায় আফগানিস্তানে নিহত হয়েছে অন্তত ৫০ জন। নিহতদের মধ্যে বেশিরভাগই ছিল নারী ও শিশু। এর জবাবে পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে পাল্টা হামলায় চালায় আফগান যোদ্ধারা। এতে নিহত হয়েছে পাকিস্তানের অন্তত ১৯ জন সেনা। বিভিন্ন রিপোর্টের বরাতে খামা প্রেস জানিয়েছে, গত বছর পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্তে ৪০০টির বেশি সংঘাত হয়েছে। এসব সংঘাতের ফলে পারস্পরিক বিশ্বাস কমেছে এবং এসব সংঘাত আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। অন্যদিকে দুই দেশই তাদের সীমান্ত নিরাপত্তা জোরদারের পাশাপাশি সার্বভৌমত্ব রক্ষায় অঙ্গীকার করেছে। উভয় দেশই তাদের অবস্থানে অটল। এতে করে পরিস্থিতি এখন জটিল বলে প্রতিবেদনে বলা হয়েছে। সীমান্তবর্তী অঞ্চলে হামলার জন্য নিষিদ্ধঘোষিত তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) গোষ্ঠীকে দায়ী করে আসছে পাকিস্তান। তবে সর্বশেষ পাকিস্তানের চালানো হামলায় বেসামরিক লোক নিহতের ঘটনায় ক্ষুব্ধ হয়েছে আফগানিস্তান। পাকিস্তানের হামলায় বেসামরিক লোক হতাহত ছাড়াও মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আফগানদের মধ্যে ক্ষোভ বেড়েছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button