আন্তর্জাতিক

তুরস্কে অগ্নিকা-ের ঘটনায় ৮ জনকে আটক, একদিনের শোক ঘোষণা

প্রবাহ ডেস্ক : পশ্চিম তুরস্কে ভয়াবহ অগ্নিকা-ে ৭৬ জন নিহত ও কয়েক ডজন আহতের ঘটনায় হোটেলের মালিকসহ ৮ জনকে আটক করা হয়েছে। গতকাল বুধবার তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকায়া এ কথা জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, ৪৫ জনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ফরেনসিক ইনস্টিটিউটে অবশিষ্ট লাশগুলো সনাক্তের জন্য ডিএনএ পরীক্ষা করা হচ্ছে। এর আগে স্থানীয় সময় ভোররাত সাড়ে ৩টার দিকে বলু পর্বতমালার কার্তালকায়া স্কি রিসোর্টের গ্র্যান্ড কার্টাল হোটেলে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকা-ের সময় হোটেলটিতে ২৩৪ জন অতিথি ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতিতে বলা হয়, আমরা এই ঘটনার সব দিক নিয়ে আলোকপাত করতে কর্তৃপক্ষকে সহযোগিতা করছি। আমরা এই ক্ষতির জন্য গভীরভাবে মর্মাহত। আমরা আমাদের সমস্ত হৃদয় দিয়ে এই ব্যথা ভাগ করে নিচ্ছি। ভোররাতে ১২ তলার হোটলটিতে আগুন লাগলে দ্রুত ছড়িয়ে পড়ে ও পুড়ে যায়। বেঁচে যাওয়া ব্যক্তিরা ধোঁয়ায় ভরা করিডোর দিয়ে আতঙ্কের দৃশ্যের বর্ণনা দিয়েছেন। পালানোর জন্য কেউ কেউ জানালা থেকে লাফিয়ে পড়েন। বেঁচে যাওয়া ব্যক্তিরা জানিয়েছেন, ঘটনার সময় কোনো ফায়ার অ্যালার্ম বাজানো হয়নি। এদিকে, ঘটনার পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান গতকাল বুধবার একদিনের জাতীয় শোক ঘোষণা করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button