আন্তর্জাতিক

গাজাবাসীদের স্থানান্তর হবে সাময়িক: রুবিও

এফএনএস বিদেশ : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজার জনগণকে পুনর্বাসনের প্রস্তাব সাময়িক, বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বুধবার গুয়াতেমালা সফরকালীন সাংবাদিকদের রুবিও বলেন, ট্রাম্পের প্রস্তাব শত্রুতাপূর্ণ নয়। বরং এটি একটি ‘উদার পদক্ষেপ’, যা ওই এলাকার পুনর্গঠনের দায়িত্ব নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের আগ্রহ প্রকাশ করে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। তিনি বলেন, গাজাবাসীদের সাময়িকভাবে অঞ্চলটি ছেড়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছে, যাতে ধ্বংসস্তূপ সরানো এবং পুনর্র্নিমাণের কাজ করা যেতে পারে। বুধবার হোয়াইট হাউজের মুখপাত্র ক্যারোলিন লেভিট ট্রাম্পের মন্তব্য আরও স্পষ্ট করে জানিয়েছেন যে, যুক্তরাষ্ট্র গাজা ভূখ-ে ‘সেনা মোতায়েনের’ কোনও পরিকল্পনা করছে না। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, প্রেসিডেন্ট গাজার পুনর্গঠনের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ এবং এই প্রক্রিয়ায় বাসিন্দাদের সাময়িকভাবে স্থানান্তর করার পরিকল্পনা রয়েছে। লেভিট আরও বলেন, প্রেসিডেন্ট গাজায় সেনা মোতায়েন করার প্রতিশ্রুতি দেননি, তবে সেখানে মার্কিন সেনা রাখার সম্ভাবনা উড়িয়েও দেননি। তার এই মন্তব্য ট্রাম্পের ওই প্রস্তাবের পর এসেছে, যেখানে তিনি গাজা উপত্যকাকে নিয়ন্ত্রণ নেওয়ার এবং এটিকে ‘মধ্যপ্রাচ্যের রিভেরা’ তে রূপান্তরিত করার পরিকল্পনার কথা বলেন। তবে, মঙ্গলবার ট্রাম্প বলেছিলেন যে এই স্থানচ্যুতি স্থায়ী হবে। আন্তর্জাতিক আইনের অধীনে, দখলকৃত ভূখ- থেকে জনগণকে জোরপূর্বক সরিয়ে নেওয়ার প্রচেষ্টা কঠোরভাবে নিষিদ্ধ। এর আগে, ট্রাম্প প্রস্তাব দিয়েছিলেন যে যুক্তরাষ্ট্র গাজা ‘দখলে’ নিয়ে সেখানে বসবাসরত প্রায় ২০ লাখ ফিলিস্তিনিকে পুনর্বাসন করতে পারে। তবে এমন পরিকল্পনার তীব্র সমালোচনা করেছে ধারণা যা জাতিসংঘ, মানবাধিকার সংগঠন এবং আরব নেতারা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button