আন্তর্জাতিক

নিরস্ত্রীকরণ বিষয়ে যুক্তরাষ্ট্রের ইতিবাচক পদক্ষেপ নেই, অভিযোগ রাশিয়ার

প্রবাহ ডেস্ক : নিরস্ত্রীকরণ বিষয়ে নতুন মার্কিন প্রশাসনের পক্ষ থেকে কোনো ইতিবাচক পদক্ষেপ দেখা যাচ্ছে না। গতকাল রোববার জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি গেন্নাদি গাতিলোভ জেনেভায় এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ নভোস্তিকে দেওয়া সাক্ষাৎকারে গেন্নাদি গাতিলোভ আরও বলেন, ‘আমরা যেকোনো মার্কিন প্রশাসনের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখতে প্রস্তুত।’ তিনি আরও বলেন, ‘আমরা এটি নিরস্ত্রীকরণ সংক্রান্ত সম্মেলনের কাঠামোর মধ্যেই করতে চাই। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো ইতিবাচক অগ্রগতি দেখতে পাচ্ছি না।’ উল্লেখ্য, এই সম্মেলনটি একটি আন্তর্জাতিক নিরস্ত্রীকরণ ফোরাম, যা সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হয় এবং এটি পারমাণবিক অস্ত্র বিস্তার রোধসহ বিভিন্ন বহুপাক্ষিক নিরস্ত্রীকরণ চুক্তি নিয়ে আলোচনা করে। গত মাসে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, এটি মার্কিন-রাশিয়া সম্পর্কের নতুন যুগের সূচনা করতে পারে। গাতিলোভ বলেন, ‘আমরা নতুন মার্কিন প্রশাসনের বক্তব্য ও প্রথম দফার পদক্ষেপগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আমরা আশা করি, আমেরিকা কথার বদলে এবার বাস্তব পদক্ষেপ নেবে।’ ট্রাম্প ও পুতিন উভয়েই সরাসরি সাক্ষাৎ করতে আগ্রহী বলে জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, তিনি ইউক্রেন যুদ্ধ দ্রুত বন্ধ করবেন। গাতিলোভ আরও জানান, পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ ও বৃহত্তর নিরাপত্তা ইস্যুতে এখন পর্যন্ত ওয়াশিংটনের সঙ্গে কোনো আলোচনা শুরু হয়নি। নতুন কৌশলগত অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি, যা মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মোতায়েন করা কৌশলগত পারমাণবিক ওয়্যারহেড, ভূমি ও সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ও বোমারু বিমানসংক্রান্ত বিধিনিষেধ নির্ধারণ করে। চুক্তিটি ২০২৬ সালের ৫ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা। এটি বিশ্বের দুটি বৃহত্তম পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে অস্ত্র নিয়ন্ত্রণের শেষ প্রধান চুক্তি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button