আন্তর্জাতিক

ভিক্ষুকসহ ১০০ পাকিস্তানিকে বিতাড়িত করলো ছয় দেশ

প্রবাহ ডেস্ক : সৌদি আরব, কানাডা, সংযুক্ত আরব আমিরাতসহ ছয় দেশ থেকে অন্তত ১০০ পাকিস্তানিকে বিতাড়িত করা হয়েছে। গতকাল মঙ্গলবার জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আইনি এবং অভিবাসন লঙ্ঘনের দায়ে তাদের দেশগুলো থেকে বের করে দেওয়া হয়েছে। সূত্রের বরাতে জিও নিউজ জানিয়েছে, ব্ল্যাকলিস্টে থাকা ছয়জন, ১৩ জন ভিক্ষুক এবং ভিসার মেয়াদ শেষ হওয়া পাঁচজন পাকিস্তানিকে বিতাড়িত করেছে সৌদি। এ ছাড়া চুক্তির শর্তাবলী লঙ্ঘনের জন্য ১৬ জন এবং চাকরি থেকে পলাতক ২৩ জনকে পাকিস্তানে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। প্রতিবেদনে আরও বলা হয়েছে, শ্রমিক আইন ভঙ্গের দায়ে আরও ১৩ জন পাকিস্তানিকে বিতাড়িত করে সৌদি। সেইসঙ্গে ব্ল্যাকলিস্টে থাকা তিন পাকিস্তানিকে ওমান, সোমালিল্যান্ড ও আরব আমিরাত থেকে বিতাড়িত করা হয়েছে। এ ছাড়া ভিসার মেয়াদ শেষ হওয়ার দায়ে কানাডা থেকে একজন পাকিস্তানিকে বের করে দেওয়া হয়েছে। অন্যদিকে অবৈধভাবে বসবাসের দায়ে ইরাক থেকে সাত পাকিস্তানিকে বহিষ্কার করা হয়। সঠিক নথিপত্র না থাকার দায়ে আরব আমিরাত একজন পাকিস্তানিকে বের করে দিয়েছে। এ ছাড়া জেল থেকে মুক্তি দেওয়া নয়জন পাকিস্তানিকেও বিতাড়িত করেছে আরব আমিরাত। এদিকে ভিসা ও ভ্রমণের তথ্য ঠিক না থাকায় পাকিস্তানের করাচি বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ ১৬টি দেশে যাওয়ার জন্য ৪৭ জন যাত্রীকে বিমান থেকে নামিয়ে দিয়েছে। এরমধ্যে তিনজন ছিলেন কালো তালিকাভুক্ত।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button