আন্তর্জাতিক

ভাসমান বরফ থেকে ১৩৯ জেলেকে উদ্ধার করলো রাশিয়া

প্রবাহ ডেস্ক : রাশিয়ার জরুরি সেবা বিভাগ জানিয়েছে, ওখোটস্ক সাগরের পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভাসমান বিশাল বরফখ- থেকে আটকে পড়া ১৩৯ জন জেলেকে সফলভাবে উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার এক বিবৃতিতে তারা এ তথ্য জানায়। ব্র্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। রাশিয়ার জরুরি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছিল যে, প্রায় ৩০০ জন জেলে সেখানে আটকা পড়েছেন এবং তাদের মধ্যে কয়েকজন যেকোনও মূল্যে মাছ ধরা শেষ না করে ফিরতে রাজি নন বলে জানান। তবে সর্বশেষ তথ্যে জানানো হয়েছে যে উদ্ধার অভিযানে হেলিকপ্টার ও জলযান ব্যবহার করে ১৩৯ জন জেলেকে নিরাপদে উপকূলে নিয়ে আসা হয়েছে। উদ্ধার অভিযানের বিভিন্ন ভিডিও মন্ত্রণালয় তাদের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশ করেছে। এক ভিডিওতে দেখা যায়, তুষার ঢাকা বরফের উপর দিয়ে হাঁটছেন জেলেরা, পিছনে উদ্ধারকর্মীরা। তবে এত সংখ্যক জেলে কেন সেই স্থানে একত্রিত হয়েছিলেন, তা এখনও স্পষ্ট নয়। সাধারণত, সাখালিন অঞ্চলে শীতকালীন মাছ ধরার মৌসুম ফেব্রুয়ারির শুরুতে শুরু হয় এবং এপ্রিল পর্যন্ত সক্রিয়ভাবে মাছ ধরা চলে। জরুরি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার মালকি গ্রাম থেকে ডোলিনকা নদীর মোহনা পর্যন্ত প্রায় ১০ মিটার (৩৩ ফুট) দীর্ঘ বরফ ফাটল তৈরি হয়েছিল, যা জেলেদের বহন করে সমুদ্রে নিয়ে যায়। রাশিয়ার সুদূর প্রাচ্যের সাখালিন অঞ্চলে, যেখানে সাখালিন দ্বীপ ও কুরিল দ্বীপপুঞ্জ অবস্থিত, শীতকাল দীর্ঘ ও তুষারাচ্ছন্ন হয়। সাধারণত, এই অঞ্চলে শীত পাঁচ মাসেরও বেশি সময় ধরে স্থায়ী হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button