২০ বিলিয়ন রুপির রমজান প্যাকেজ চালু করলো পাকিস্তান

প্রবাহ ডেস্ক : রমজানের জন্য ২০ বিলিয়ন পাকিস্তানি রুপির সহায়তা প্যাকেজ চালু করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। ৪০ লাখ পরিবারকে লক্ষ্য করে এই প্যাকেজ ঘোষণা কর হয়েছে। উদ্ধোধনী অনুষ্ঠানে শাহবাজ শরিফ বলেন, এই প্যাকেজের ফলে অন্তত দুই কোটি মানুষ স্বস্তি পাবে। রমজানের প্রথম দশ দিনে এই সহায়তা সরবরাহ করা হবে বলেও জানিয়েছেন তিনি। জানা গেছে, এই প্যাকেজের অধীনে ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে পরিবারগুলোকে পাঁচ হাজার রুপি দেওয়া হবে। তাছাড়া আগের বছরের তুলনায় এ বছর মূল্যস্ফীতি কমার জন্যও স্বস্তি প্রকাশ করেন প্রধানমন্ত্রী। শাহবাজ শরিফ বলেন, এ বছর সহায়তা প্যাকেজ বাড়িয়ে ২০ বিলিয়ন রুপি করা হয়েছে। আগের বছর এই সহায়তা ছিল ৭ বিলিয়ন রুপির। ডিজিটাল ব্যবস্থা তৈরিতে দিনরাত পরিশ্রম করা মন্ত্রণালয়, স্টেট ব্যাংক অব পাকিস্তান (এসবিপি), জাতীয় ডাটাবেস অ্যান্ড রেজিস্ট্রেশন অথরিটি (নাদ্রা), বেনজির ইনকাম সাপোর্ট প্রোগ্রাম (বিআইএসপি) এবং প্রযুক্তি কোম্পানিগুলোসহ সব সংশ্লিষ্ট কর্তৃপক্ষ-প্রতিষ্ঠানের প্রশংসা করেন দেশটির প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগ একটি সুপরিকল্পিত ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে দেশের সব অংশকে উপকৃত করবে। তিনি এই মহৎ কাজে অংশীদারত্ব এবং সমর্থনের জন্য বিদেশি অংশীদারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের প্রতিশ্রুতির পাশাপাশি মূল্যবান অবদানের প্রশংসা করেন। সূত্র: জিও নিউজ