আন্তর্জাতিক

রাশিয়ায় গভীর রাতে ইউক্রেনের ড্রোন হামলা

প্রবাহ ডেস্ক: ইউক্রেনের সঙ্গে যুদ্ধের দ্বিতীয় বর্ষে প্রবেশ করার পর রাশিয়ার ভেতরে ড্রোন হামলার তীব্রতা যেন নতুন মাত্রা পেয়েছে। সর্বশেষ গত মঙ্গলবার গভীর রাতে দক্ষিণাঞ্চলীয় রাশিয়ার আকাশে চালানো এক সংঘবদ্ধ ড্রোন হামলায় ১৫৮টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাশিয়ার সেনাবাহিনী এই হামলাকে ‘বিরাট আকারের আকাশ আক্রমণ’ হিসেবে উল্লেখ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় মন্ত্রণালয় জানায়, ইউক্রেন থেকে উৎক্ষেপণকৃত ড্রোনগুলো রাশিয়ার বিভিন্ন অঞ্চলের দিকে অগ্রসর হলে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো ধ্বংস করে।
এ ধরনের বড় আকারের হামলার ফলে নিরাপত্তার স্বার্থে রাশিয়ার দক্ষিণাঞ্চলের কয়েকটি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখা হয় বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ রোসাভিয়াতসিয়া। যদিও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে বিমান চলাচল আবার শুরু হয়।
প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে সম্ভাব্য বিস্ফোরণ ও ক্ষয়ক্ষতির আশঙ্কায় রোস্তোভ অঞ্চলের ৪৮টি অ্যাপার্টমেন্ট ভবনের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
রুশ সেনাবাহিনী শুধু ধ্বংস করা ড্রোনের সংখ্যা জানালেও, ইউক্রেন মোট কতটি ড্রোন পাঠিয়েছিলÑসে বিষয়ে কোনো স্পষ্ট তথ্য দেওয়া হয়নি। ইউক্রেনীয় কর্তৃপক্ষও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।
তবে দুই পক্ষই বেসামরিক অবকাঠামোতে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে। কিয়েভ ও মস্কো উভয়ের দাবি, তাদের লক্ষ্য থাকে একে অপরের সামরিক ঘাঁটি বা যুদ্ধ-সংশ্লিষ্ট স্থাপনাগুলো।
গত কয়েক মাস ধরে ইউক্রেনের ড্রোন কার্যক্রমে গতি এসেছে। বিশেষ করে গভীর রাতে চালানো এ ধরনের আক্রমণ রাশিয়ার আকাশ প্রতিরক্ষাকে চ্যালেঞ্জের মুখে ফেলছে। অন্যদিকে রাশিয়াও ইউক্রেনের ভূখ-ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত রেখেছে।
বিশ্লেষকদের মতে, যুদ্ধের ময়দানে অচলাবস্থা তৈরি হওয়ার পর এখন দু’দেশই একে অপরের অভ্যন্তরে আঘাত হানার কৌশলকে জোরদার করছে। আর এতে করে বেসামরিক জনজীবনও শঙ্কার ছায়ায় রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button