ট্রাম্পের বাণিজ্য যুদ্ধকে ভয় পাচ্ছে না চীন

প্রবাহ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধে ভীত নয় চীন। যদিও আলোচনায় বসতে প্রস্তুত তারা। গত বুধবার এই ঘোষণা করেছে বেইজিং। এর আগে ট্রাম্প জানান, চীনকে আলোচনার টেবিলে আসতে হবে। খবর ডয়চে ভেলের। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপত্র লিন জিয়াং বলেন, আমেরিকা যদি আলোচনায় বসতে চায় তাহলে তাদেরকে চাপ, হুমকি বা ব্ল্যাকমেলিং-এর নীতি পরিত্যাগ করে পারস্পরিক সম্মান এবং দ্বিপাক্ষিক সুবিধার কথা মাথায় রেখে চীনের সঙ্গে কথা বলতে হবে। এর আগে চীন থেকে আসা পণ্যের ওপর ব্যাপক শুল্ক আরোপ করেন ট্রাম্প। পরে তা আরও বৃদ্ধি করা হয়। এই বছর চীন থেকে আমদানি করা বেশ কিছু পণ্যের উপর ১৪৫ শতাংশ শুল্ক ধার্য করে আমেরিকা। গত মঙ্গলবার প্রেস সেক্রেটারি ক্যারোলাইনা লিভিট মার্কিন প্রেসিডেন্টের একটি বিবৃতিতে বলেন, চীনের কোর্টে বল। তারা আমাদের সঙ্গে চুক্তি করতে চায় কিনা তা তাদের জানাতে হবে। এর জবাবে বুধবার বেইজিং-এর তরফ থেকে জানানো হয়, এই শুল্ক যুদ্ধ আমেরিকা শুরু করেছে। লিন বলেন, চীনের অবস্থান খুবই পরিষ্কার। শুল্ক বা বাণিজ্য যুদ্ধে কেউ জয়ী হয় না। চীন এই যুদ্ধ করতে চায় না। কিন্তু তারা এই যুদ্ধে ভীতও নয়। অন্যদিকে, নতুন শুল্ক প্রণয়ন নিয়ে আলোচনা করতে জাপানের বাণিজ্য মধ্যস্থতাকারী এই সপ্তাহে ওয়াশিংটনে পৌঁছাবেন। এরই মধ্যে ট্রাম্পের শুল্কনীতিকে সমালোচনা করেছে যুক্তরাষ্ট্রের ফেডারল রিজার্ভ। গত বুধবার ইকোনমিক ক্লাব অফ শিকাগোতে ভাষণ দিতে গিয়ে ফেডারেল রিজার্ভের প্রধান জেরোম পাওয়েল বলেন, এই শুল্কনীতির ফলে মুদ্রাস্ফীতি হওয়ার সম্ভবনা তৈরি হয়েছে। এর ফলে অর্থনীতি বৃদ্ধির হারও কমবে।