আন্তর্জাতিক

ইরান-মার্কিন আলোচনার আগে তেহরানে গেলেন সৌদি প্রতিরক্ষামন্ত্রী

প্রবাহ ডেস্ক : ইরানের সামরিক কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য গতকাল বৃহস্পতিবার তেহরানে পৌঁছেছেন সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান। মেহের নিউজ এজেন্সি এ খবর জানিয়েছে। কাতারি টেলিভিশন আলারাবি টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, দুই আঞ্চলিক শক্তির মধ্যে উন্নত সম্পর্ক আরও দৃঢ় করার জন্যই এই সফর। মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, প্রিন্স খালিদ তার অবস্থানকালে ইরানের উচ্চপদস্থ সামরিক ও রাজনৈতিক কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। তিনি ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরির সঙ্গে দেখা করবেন। পরবর্তীতে অন্যান্য গুরুত্বপূর্ণ বৈঠকের ব্যবস্থা করা হবে। এদিকে, তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে পরবর্তী দফার আলোচনা আগামী ১৯ এপ্রিল রোমে অনুষ্ঠিত হবে বলে সূত্রের বরাত দিয়ে জানিয়েছেন আমেরিকার অ্যাক্সিওস নিউজ পোর্টালের সাংবাদিক বারাক রভিদ। এর আগে গত ১২ এপ্রিল ওমানে প্রথম দলায় আলোচনা হয়। অ্যাক্সিওসের মতে, ইরান নীতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দ্বিধাবিভক্ত। কিছু কর্মকর্তা শান্তি-ভিত্তিক সমাধানের পক্ষে, যার প্রতিনিধিত্ব করছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ট্রাম্পের বিশেষ দূত স্টিভেন উইটকফ এবং পেন্টাগন প্রধান পিট হেগসেথ। তারা যারা বিশ্বাস করেন, এই চুক্তির জন্য ওয়াশিংটনের সম্ভাব্য ছাড়সহ একটি কূটনৈতিক সমাধান প্রয়োজন। অন্য গ্রুপে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ। তারা ওয়াশিংটনের সাথে চুক্তি করলেও তেহরানের পারমাণবিক কর্মসূচি হ্রাস করার সম্ভাবনা নিয়ে অত্যন্ত সন্দিহান। তারা মনে করেন, তেহরান এখন আগের চেয়েও দুর্বল, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের উচিত তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে পরিত্যাগ করার জন্য জোর দেওয়া। যদি তারা অস্বীকৃতি জানায়, তাহলে তারা দেশটির ওপর আমেরিকান বা ইসরায়েলি হামলাকে সমর্থন করে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button