আন্তর্জাতিক

গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪, নিখোঁজ ৩০

প্রবাহ ডেস্ক : গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, গতকাল শনিবার গাজা সিটিতে ইসরাইলি হামলায় কমপক্ষে চারজন নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন পাঁচজন। এ হামলায় আরো ৩০ জনেরও বেশি মানুষ একটি বাড়ির ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। গাজা সিটি থেকে এএফপি এ খবর জানায়। বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে বলেন, ‘আমাদের দল ইসরাইলি হামলার পর চারজন শহীদ এবং পাঁচজন আহতকে উদ্ধার করতে সক্ষম হয়েছে।’ ইসরাইল ভোরে গাজা শহরের সাবরা পাড়ায় একটি বেসামরিক বাড়িতে হামলা চালায়। তবে ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করা হয়নি। ইসরাইল এক মাসেরও বেশি সময় আগে গাজা উপত্যকা জুড়ে হামাসের বিরুদ্ধে পুনরায় আক্রমণ শুরু করেছিল। বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র বাসাল বলেন, ভূখ-ের উত্তরাঞ্চলে অবস্থিত গাজা সিটিতে ইসরাইলিদের লক্ষ্যবস্তুতে থাকা বাড়িটির ধ্বংসস্তূপের নিচে ‘৩০ জনেরও বেশি’ মানুষ নিখোঁজ বলে ধারণা করা হচ্ছে এবং ‘প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে আমাদের কর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না’। হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের শুক্রবার প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, গত ১৮ মার্চ থেকে নতুন করে ইসরাইলি হামলায় কমপক্ষে ২ হাজার ৬২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজা যুদ্ধে মোট মৃতের সংখ্যা ৫১ হাজার ৪শ’ ৩৯ জনে দাঁড়িয়েছে। ইসরাইলি সরকারি পরিসংখ্যানের ওপর ভিত্তি করে এএফপি’র হিসাব অনুসারে জানা গেছে, গত ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ১ হাজার ২শ’ ১৮ জন নিহত হয়, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। হামাস ২৫১ জনকে অপহরণ করেছে, যাদের মধ্যে ৫৮ জন এখনও গাজায় আটক রয়েছে। এই অপহরণকারীদের মধ্যে ৩৪ জন নিহত হয়েছে বলে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে। ইসরাইল বলছে, নতুন করে সামরিক অভিযানের লক্ষ্য হলো হামাসকে অবশিষ্ট বন্দীদের মুক্ত করতে বাধ্য করা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button