আন্তর্জাতিক

ইরানের হাতে ১২০০ কিমি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র

প্রবাহ ডেস্ক: পশ্চিমা দেশগুলোর সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ইরান সামনে আনলো তাদের সর্বশেষ ও অত্যাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘কাসেম বসির’। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, এই ক্ষেপণাস্ত্রটি ১২০০ কিলোমিটার পর্যন্ত দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত হানতে সক্ষম এবং যুক্তরাষ্ট্রের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘থাড’ এড়িয়েও যেতে পারে।
ইরানি প্রতিরক্ষামন্ত্রী জেনারেল আজিজ নাসিরজাদেহ রোববার রাষ্ট্রীয় টিভিতে এই ক্ষেপণাস্ত্র উন্মোচনের সময় জানান, এটি কঠিন জ্বালানিচালিত এবং শহীদ হাজ কাসেম ব্যালিস্টিক মিসাইলের উন্নত সংস্করণ। ক্ষেপণাস্ত্রটিতে এমন প্রযুক্তি যুক্ত করা হয়েছে, যা অ্যান্টি-ব্যালিস্টিক প্রতিরক্ষা ব্যবস্থা এড়াতে সক্ষম, একইসঙ্গে এতে লক্ষ্যবস্তু শনাক্ত ও আঘাতের জন্য উন্নত ‘নির্দেশনা ও চালচলনের’ ক্ষমতা রয়েছে।
বিশেষ করে, এই ক্ষেপণাস্ত্র জিপিএস ছাড়াই নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে, যা একে আরও বিপজ্জনক করে তুলেছে।
এই সামরিক শক্তি প্রদর্শনের পেছনে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হুমকির একটি বড় ভূমিকা রয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ইয়েমেনে হুতিদের প্রতি ইরানের সমর্থন নিয়ে উদ্বেগ জানালে, এর জবাবে ইরানের প্রতিরক্ষামন্ত্রী পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়, তাহলে আমাদের প্রতিক্রিয়া হবে কঠোর ও নির্দয়। যুক্তরাষ্ট্র বা ইসরায়েল আমাদের ওপর হামলা চালালে আমরা তাদের স্বার্থ, ঘাঁটি এবং বাহিনীতে যেখানেই দরকার আঘাত করব।”
প্রতিবেশী আরব দেশগুলোর সঙ্গে ইরান যুদ্ধ চায় না বলেই জানিয়েছেন নাসিরজাদেহ। তিনি বলেন, “আমরা এ অঞ্চলের দেশগুলোকে ভাই মনে করি এবং শান্তিপূর্ণ সহাবস্থান চাই। কিন্তু আমাদের ওপর কোনো আগ্রাসন হলে মার্কিন ঘাঁটিগুলোকে বৈধ লক্ষ্য হিসেবে বিবেচনা করা হবে।”
ইসরায়েলের ওপর ইয়েমেনি হুতিদের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে তিনি বলেন, “ইয়েমেন একটি স্বাধীন জাতি, তারা নিজের সিদ্ধান্ত নিজেরা নেয়। ইরানকে এই বিষয়ে জড়ানোর কোনো যৌক্তিকতা নেই।”
ইরানের এই ক্ষেপণাস্ত্র উন্মোচনের ঘটনায় উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্রসহ একাধিক পশ্চিমা দেশ। তাদের অভিযোগ, ইরানের এধরনের সামরিক কর্মকা- মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা বিঘিœত করছে। তবে তেহরান এমন অভিযোগকে ভিত্তিহীন দাবি করে বলেছে, প্রতিরক্ষা কর্মসূচি নিয়ে তারা কোনো আন্তর্জাতিক চাপে মাথা নত করবে না।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button