আন্তর্জাতিক

সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান, গ্রেফতার ১৫ হাজার

প্রবাহ ডেস্ক : সৌদি আরবে অভিযান চালিয়ে প্রায় ১৫ হাজার ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। অবৈধভাবে কাজ ও বসবাসের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। বলা হয়েছে, ৮ থেকে ১৪ মে পর্যন্ত সৌদির পুলিশ বিভিন্ন অঞ্চল থেকে ১৪ হাজার ৯৮৭ জনকে গ্রেফতার করে। এর মধ্যে আবাসিক আইন লঙ্ঘনের জন্য নয় হাজার ২১২ জন, সীমান্ত আইন লঙ্ঘনের জন্য তিন হাজার ৫০২ ও শ্রম আইন লঙ্ঘনের জন্য এক হাজার ৮৭৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এই সময়ে ১১ হাজার ৭৬৩ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এই অভিযানে সীমান্ত অতিক্রমের প্রচেষ্টাকেও লক্ষ্য করা হয়েছে। এক হাজার ২৬৮ জনকে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে অধিকাংশই ইয়েমেন (৩৫ শতাংশ) ও ইথিওপিয়ার (৬২ শতাংশ) নাগরিক। বাকিরা অন্যান্য দেশ থেকে এসেছেন। কর্তৃপক্ষ অননুমোদিত বাসিন্দাদের পরিবহন, আশ্রয় বা কর্মসংস্থান প্রদানের মাধ্যমে অবৈধ অভিবাসনে সহায়তার অভিযোগে আরও ২৩ জনকে গ্রেফতার করেছে। বর্তমানে দেশটিতে ২৩ হাজারের বেশি অবৈধ বাসিন্দা বিভিন্ন ধরনের আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছেন। যাদের মধ্যে ২২ হাজার ২৬৩ জন পুরুষ এবং এক হাজার ৫৫ জন নারী। সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় অবৈধ প্রবেশ বা বাসস্থানে সহায়তাকারী যে কারও বিরুদ্ধে সতর্ক করে বলেছে, আইন লঙ্ঘনকারীদের ১৫ বছর পর্যন্ত কারাদ- এবং দশ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। এই ধরনের কর্মকা-ের সঙ্গে জড়িত যানবাহন এবং সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে। সূত্র: গাল্ফ নিউজ

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button