আন্তর্জাতিক

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ১

প্রবাহ ডেস্ক : লেবাননের সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, ছয় মাস ধরে চলমান যুদ্ধবিরতি সত্ত্বেও গতকাল শনিবার লেবাননের দক্ষিণে ইসরাইলি হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। ইসরাইল জানিয়েছে তারা হিজবুল্লাহকে লক্ষ্য করে এ হামলা চালিয়েছে। বৈরুত থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। রাষ্ট্র পরিচালিত জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) জানিয়েছে, ইসরাইলি সীমান্ত থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে দেইর আল-জাহরানির একটি মসজিদে এক ব্যক্তি নামাজ পড়তে যাচ্ছিলেন, এমন সময় ইসরাইল ওই ব্যক্তির গাড়িকে লক্ষ্য করে ড্রোন হামলা চালালে ওই ব্যক্তি নিহত হন। ২৭ নভেম্বরের যুদ্ধবিরতি সত্ত্বেও, হিজবুল্লাহর সাথে এক বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ব বন্ধ করার লক্ষ্যে ইসরাইল লেবাননে বোমা হামলা চালিয়ে যাচ্ছে। ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, এই হামলায় ‘হিজবুল্লাহর রকেট অ্যারের’ একজন আঞ্চলিক কমান্ডার নিহত হয়েছেন। যুদ্ধবিরতির শর্তাবলী অনুসারে, হিজবুল্লাহ যোদ্ধাদের সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে লিটানি নদীর উত্তরে পিছু হটতে হবে এবং দক্ষিণে সামরিক অবকাঠামো ভেঙে ফেলতে হবে। ইসরাইল লেবানন থেকে সমস্ত সেনা প্রত্যাহার করার কথা থাকলেও তারা এখনও পাঁচটি এলাকায় নিজেদের উপস্থিতি বজায় রেখেছে, যেগুলোকে তারা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করে। লেবাননের সেনাবাহিনী দক্ষিণে মোতায়েন করেছে এবং হিজবুল্লাহর অবকাঠামো ভেঙে ফেলছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button