আন্তর্জাতিক

ইউক্রেনের দক্ষিণে রাশিয়ার হামলায় নিহত ১

প্রবাহ ডেস্ক : ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী খেরসনে রাশিয়ার বিমান হামলায় একজন নিহত ও অপর দু’জন আহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানান। কিয়েভ থেকে এএফপি এ খবর জানায়। অঞ্চলের গভর্নর ওলেক্সান্ডার প্রোকুদিন টেলিগ্রামে জানান, তাভরিস্কে গ্রামে এক হামলায় একজন নিহত হয়েছেন। খেরসনের সামরিক প্রশাসন জানিয়েছে, একটি আবাসিক ভবনে কয়েকটি গাইডেড বোমা হামলায় ৩৪ বছর বয়সী এক ব্যক্তি আহত হন। খেরসন কাউন্সিল টেলিগ্রামে জানিয়েছে, কোরাবেলনি জেলায় রাতে রাশিয়ার বোমা হামলায় ৭০ বছর বয়সী এক নারী আহত হয়েছেন। ইউক্রেনীয় নগর ও শহর লক্ষ্য করে রাশিয়া প্রতিদিনই হামলা চালাচ্ছে। মস্কোর সেনারা কয়েক সপ্তাহ ধরে উত্তর-পূর্ব সুমি অঞ্চলে এগিয়ে চলেছে। কূটনৈতিক ক্ষেত্রে, মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ সত্ত্বেও আলোচনা স্থগিত রয়েছে। কিয়েভ অভিযোগ করেছে যে মস্কো তাদের পূর্ণাঙ্গ আক্রমণ দীর্ঘায়িত করতে এবং আরও বেশি অঞ্চল দখল করতে ইচ্ছাকৃতভাবে একটি শান্তি চুক্তি নস্যাৎ করছে। ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ দখল করে আছে রাশিয়া এবং ২০২২ সালে আক্রমণ শুরু করার পর থেকে ২০১৪ সালে দখলকৃত ক্রিমিয়া উপ-দ্বীপ ছাড়াও চারটি ইউক্রেনীয় অঞ্চলকে নিজেদের দখলে নেওয়ার দাবি করেছে। ড়শ বুধবার, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার হামলার বিষয়ে শীর্ষ কর্মকর্তাদের বিচারের জন্য একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠনের জন্য ইউরোপ কাউন্সিলের সাথে একটি চুক্তিতে স্বাক্ষর করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button