আন্তর্জাতিক

পাকিস্তান ও ভারতে আকস্মিক বন্যায় ৭৩ জনের মৃত্যু, নিখোঁজ ৩৪

প্রবাহ ডেস্ক : পাকিস্তান ও ভারতে চলমান বৃষ্টিপাত এবং আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩ জনে দাঁড়িয়েছে। বন্যায় পাকিস্তানজুড়ে ১০০ জনেরও বেশি আহত এবং ভারতে অন্তত ৩৪ জন নিখোঁজ রয়েছে। ইসলামাবাদের কর্তৃপক্ষ সতর্ক করে দিয়েছে, দেশের বেশ কয়েকটি অংশে মৌসুমি বায়ু অব্যাহত থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। ২৬ জুন থেকে বৃষ্টিপাতজনিত ঘটনায় কমপক্ষে ৬৩ জন নিহত এবং ১০০ জনেরও বেশি আহত হয়েছেন। পাকিস্তানে মোট নিহতদের মধ্যে পাঞ্জাবে ১১ শিশুসহ ২১ জন, খাইবার পাখতুনখোয়ায় ১০ শিশু ও পাঁচ নারীসহ ২২ জন, সিন্ধুতে ১৫ জন এবং বেলুচিস্তান প্রদেশে পাঁচজন রয়েছেন। বেশ কয়েকটি অঞ্চলে ভারী বৃষ্টিপাতের ফলে অবকাঠামোগত ক্ষতি হয়েছে এবং পরিবহন ব্যাহত হয়েছে, বিশেষ করে নি¤œাঞ্চলীয় এবং উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায়। এদিকে, ভারতের উত্তরাঞ্চলীয় হিমাচল প্রদেশে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে এবং ৩৪ জন নিখোঁজ রয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে জরুরি অপারেশন সেন্টার। বিবৃতিতে বলা হয়েছে, গত ৩২ ঘণ্টায় বিভিন্ন স্থান থেকে ৩৫০ জনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। রাজ্যজুড়ে তিনটি আকস্মিক বন্যার খবর পাওয়া গেছে। প্রসঙ্গত, পাকিস্তান এবং ভারতে সাধারণত জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষাকাল স্থায়ী হয়। এ সময়গুলোতে প্রায়শই বন্যায় মৃত্যুর খবর পাওয়া যায়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button