আন্তর্জাতিক

ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২

প্রবাহ ডেস্ক : ইউক্রেনের পশ্চিমাঞ্চলে এক দফা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। গতকাল শনিবার ভোরে হওয়া এই হামলায় রোমানিয়া সীমান্তবর্তী চেরনিভসিতে অন্তত দুজন প্রাণ হারান। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা বলেন, লেভিভ, লুটস্ক এবং চেরনিভসির মতো পশ্চিমাঞ্চলীয় শহরগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে অন্যান্য অঞ্চলেও হামলার ঘটনা ঘটেছে। রাশিয়া ‘সন্ত্রাস’ বৃদ্ধি করছে অভিযোগ করে তিনি আরও বলেন, শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে আবাসিক এলাকা লক্ষ্য করে হামলা চালাচ্ছে মস্কো। এতে বেসামরিক লোকজন হতাহত হচ্ছেন। ওই পোস্টে রাশিয়ার ওপর কড়া নিষেধাজ্ঞা আরোপের জোরালো আহ্বান জানিয়েছেন সিবিহা। রাশিয়ার ‘যুদ্ধযন্ত্র’ প্রতিদিন শত শত ধ্বংসাত্মক অস্ত্র তৈরি করছে বলে সতর্ক করেন সিবিহা। তিনি বলেন, এর ব্যাপকতা শুধু ইউক্রেন নয়, গোটা ট্রান্সআটলান্টিক অঞ্চলের জন্য হুমকি। চেরনিভসকি অঞ্চলের গভর্নর রুসলান জাপারানিউক জানান, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় শহরে দুজন নিহত এবং অন্তত ১৪ জন আহত হয়েছেন। শহরের বিভিন্ন স্থানে অগ্নিকা-ের ঘটনা ঘটে এবং অনেক আবাসিক ভবন ও সরকারি অফিস ক্ষতিগ্রস্ত হয়। পোল্যান্ড সীমান্তবর্তী লেভিভ শহরের মেয়র আন্দ্রি সাদোভি জানান, সেখানে একটি বিশ্ববিদ্যালয়, আদালত চত্ত্বরসহ ৪৬টি আবাসিক ভবন এবং ২০টির মতো ছোট ও মাঝারি ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button