আন্তর্জাতিক

রাশিয়ার ওপর ইইউ’র নিষেধাজ্ঞার সমালোচনা করল চীন

এফএনএস আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞার সমালোচনা করেছে চীন। ইইউ’র নিষেধাজ্ঞার ফলে ‘গুরুতর নেতিবাচক প্রভাব’ ফেলেছে বলে জানায় চীন। চীনের বাণিজ্য মন্ত্রণালয় গতকাল রাশিয়ার সামরিক বাহিনীকে সীমাবদ্ধ করার উদ্দেশ্যে চীনা প্রতিষ্ঠানগুলোসহ লক্ষ্যবস্তুগুলোর ওপর ইউরোপীয় ইউনিয়নের পদক্ষেপগুলোকে ‘ভুল’ বলে উল্লেখ করেছে। বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, ‘ইউরোপীয় ইউনিয়নের পদক্ষেপগুলো চীন ও ইউরোপীয় ইউনিয়নের নেতাদের মধ্যে সম্পাদিত ঐকমত্যের পরিপন্থী এবং চীন-ইইউ অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের পাশাপাশি আর্থিক সহযোগিতার ওপর গুরুতর নেতিবাচক প্রভাব ফেলেছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button