আন্তর্জাতিক

ইসরাইলি সেনাদের গুলিতে ত্রাণ নিতে এসে নিহত ৯৩

এফএনএস আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনী গুলি চালিয়ে ত্রাণের আশায় জড়ো হওয়া অন্তত ৯৩ জন ক্ষুধার্ত ফিলিস্তিনিকে হত্যা করেছে। এ সময় ইসরাইলি সৈন্যদের গুলিতে অরো বহু লোক আহত হয়েছে। গাজার নাগরিক প্রতিরক্ষা সংস্থার বরাত দিয়ে গাজা সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। গাজার উত্তরে ট্রাকবোঝাই ত্রাণ পৌঁছানোর সময় ৮০ জন নিহত হন, এবং দক্ষিণে রাফাহের কাছে একটি ত্রাণ কেন্দ্রের কাছে নয় জনকে গুলি করা হয় বলে জানা গেছে। এখানে মাত্র ২৪ ঘন্টা আগেও বেশ কয়েকজন মানুষ প্রাণ হারান। সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে জানিয়েছেন, দক্ষিণে খান ইউনিসে আরেকটি ত্রাণ কেন্দ্রের কাছে চার জন নিহত হয়েছেন। জাতিসংঘের বিশ^ খাদ্য কর্মসূচি জানিয়েছে, খাদ্য সহায়তা বহনকারী তাদের ২৫ ট্রাকের বহরটি গাজা শহরের কাছে ‘ক্ষুধার্ত বেসামরিক নাগরিকের বিশাল ভিড়ের মুখোমুখি হওয়ার কিছুক্ষণের মধ্যেই তাদের ত্রাণবহরে গুলি চালানো হয়। ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে যে, হাজার হাজার লোক গাজা শহরের কাছে জড়ো হওয়ার সময় ‘তাদের ওপর সৃষ্ট তাৎক্ষণিক হুমকি দূর করার জন্য’ সৈন্যরা সতর্কীকরণ গুলি চালিয়েছে। জাতিসংঘ এই মাসের শুরুতে বলেছিল, মে মাসের শেষ থেকে গাজায় ত্রাণ নিতে গিয়ে বা ত্রাণ কনভয়ের পথে প্রায় ৮শ’ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button