আন্তর্জাতিক

কাবায় ফিলিস্তিনি পতাকা উত্তোলন, হজযাত্রী গ্রেপ্তার

প্রবাহ ডেস্ক: গাজার অবরোধ ও অনাহারের অবসানের আহ্বান জানাতে মক্কার কাবা প্রাঙ্গণে ফিলিস্তিনি পতাকা উত্তোলনের পর এক মিশরীয় হজযাত্রীকে গ্রেপ্তার করেছে সৌদি নিরাপত্তা বাহিনী। এমন পদক্ষেপ নেওয়ায় সৌদি কর্তৃপক্ষের বিরুদ্ধে মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত করার অভিযোগ উঠেছে। মিডল ইস্ট আই-এর গত রোববারের এক প্রতিবেদনে বলা হয়, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, হজযাত্রী ‘ওয়া ইসলামাহ!’ বলে উচ্চারণ করছেন-যা ঐতিহাসিকভাবে মুসলিম সমাজে বিপদের সময়ে আবেগপ্রবণ প্রতিক্রিয়া প্রকাশে ব্যবহৃত হয়ে থাকে। এরপর তিনি বলেন, গাজার শিশুরা মারা যাচ্ছে। হে মুসলিমরা! কিছু সময়ের মধ্যেই সৌদি নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে কাবা প্রাঙ্গণ থেকে সরিয়ে নিয়ে যান।সৌদি আরবের নিয়ম অনুযায়ী, হজ ও ওমরার সময় ধর্মীয় স্থানসমূহে রাজনৈতিক প্রতীক, পতাকা বা স্লোগান প্রদর্শন নিষিদ্ধ। কর্তৃপক্ষের মতে, এ ধরনের নিষেধাজ্ঞা পবিত্র স্থানগুলোর নিরপেক্ষতা ও ধর্মীয় ভাবগম্ভীরতা বজায় রাখার জন্য প্রয়োজনীয়। তবে এই ঘটনায় আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনসহ বিভিন্ন মহলে সমালোচনা দেখা দিয়েছে। অনেকেই বলছেন, ফিলিস্তিন ইস্যুতে শান্তিপূর্ণ সহমর্মিতা প্রকাশ করাও সৌদি আরবে এখন শাস্তিযোগ্য অপরাধ হিসেবে দেখা হচ্ছে। ২০২৩ সালে ফিলিস্তিন পতাকার রঙের তসবিহ এবং সাদা কেফিয়েহ পরার কারণে এক ব্রিটিশ হজযাত্রীকে সৌদি পুলিশ আটক করেছিল। এছাড়া গাজা সংকটের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করার কারণে সৌদি নাগরিকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এমন এক সময় এই গ্রেপ্তারের ঘটনা ঘটল, যখন মুসলিম বিশে^ ফিলিস্তিনের পক্ষে সহানুভূতির ঢেউ অব্যাহত রয়েছে। বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ সৌদি সরকারের মতপ্রকাশ নিয়ন্ত্রণের কৌশলকেই সামনে নিয়ে এসেছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button