একদিনে ৮ জনের মৃত্যুদ- কার্যকর করল সৌদি আরব

প্রবাহ ডেস্ক : সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, উপসাগরীয় রাজতন্ত্রে মৃত্যুদ- কার্যকর বৃদ্ধির মধ্যে, বিশেষ করে মাদক সম্পর্কিত দোষী সাব্যস্ত হওয়ার কারণে একদিনে আটজনের মৃত্যুদ- কার্যকর করা হয়েছে। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, গত শনিবার দক্ষিণাঞ্চলীয় নাজরান অঞ্চলে ‘গাঁজা পাচারের অভিযোগে’ চার সোমালি এবং তিন ইথিওপীয়র মৃত্যুদ- কার্যকর করা হয়েছে। সেই সঙ্গে মাকে হত্যার দায়ে এক সৌদি ব্যক্তিকে মৃত্যুদ- কার্যকর করা হয়েছে। এএফপির সরকারি প্রতিবেদন অনুসারে, ২০২৫ সালের শুরু থেকে সৌদি আরব ২৩০ জনকে মৃত্যুদ- দিয়েছে। এই মৃত্যুদ-প্রাপ্তদের বেশিরভাগই – ১৫৪ জন মাদক সংক্রান্ত অভিযোগে দ-প্রাপ্ত হন। মৃত্যুদ- কার্যকরের এই গতি দেশটিকে গত বছরের ৩৩৮টি মৃত্যুদ-ের রেকর্ড ছাড়িয়ে যাওয়ার পথে নিয়ে যাচ্ছে। বিশ্লেষকরা এই বৃদ্ধির কারণ হিসেবে ২০২৩ সালে শুরু হওয়া দেশব্যাপী ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ’কে দায়ী করছেন। এই সংক্রান্ত ঘটনায় শুরুতে যাদের গ্রেপ্তার করা হয়েছিল, তাদের অনেককেই এখন আইনি প্রক্রিয়া এবং দোষী সাব্যস্ত হওয়ার পরে মৃত্যুদ- দেওয়া হচ্ছে। প্রায় তিন বছর ধরে মাদক মামলায় মৃত্যুদ- স্থগিত রাখার পর ২০২২ সালের শেষের দিকে সৌদি আরব মাদক অপরাধের জন্য মৃত্যুদ- পুনরায় শুরু করে। এএফপির হিসাব অনুযায়ী, মাদক-সম্পর্কিত অপরাধের জন্য দেশটি ২০২২ সালে ১৯ জন, ২০২৩ সালে দু’জন এবং ২০২৪ সালে ১১৭ জনের মৃত্যুদ- কার্যকর করেছে। সৌদি কর্তৃপক্ষ বলেছে, জনশৃঙ্খলা বজায় রাখার জন্য মৃত্যুদ- অপরিহার্য। আপিলের সমস্ত উপায় শেষ হয়ে যাওয়ার পরেই কেবল মৃত্যুদ- প্রয়োগ করা হয়।



