আন্তর্জাতিক

তুরস্কেবিরোধী দলীয় ৪০ নেতা গ্রেফতার

প্রবাহ ডেস্ক : তুরস্কের ইস্তাম্বুলে বিরোধী দলীয় শক্ত ঘাঁটি থেকে অন্তত ৪০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ গতকাল শুক্রবার ইস্তাম্বুলের বেয়োগলু জেলার মেয়র এবং তার বেশ কয়েকজন ঘনিষ্ঠ উপদেষ্টাকে গ্রেফতার করা হয়েছে। তুর্কি গণমাধ্যমের বরাতে ইস্তাম্বুল থেকে এ খবর জানায় এএফপি। তুরস্কের প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি’কে (সিএইচপি) টার্গেট করে দুর্নীতির অভিযোগে মাসব্যাপী চলমান অভিযানের অংশ হিসেবে সর্বশেষ ধরপাকড়ের ঘটনাটি ঘটে। ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলু দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সবচেয়ে বড় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত। চলতি বছরের মার্চ মাসে গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয় তাকে। ইমামোগলুকে গ্রেফতারের ঘটনায় ইস্তাম্বুলে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে, যা গত এক দশকের মধ্যে সবচেয়ে বড়। ইমামোগলু ছাড়াও গত বছরের অক্টোবর থেকে ইস্তাম্বুলের ২৬টি জেলার মেয়রের মধ্যে ৯জনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। তাদের বেশিরভাগই দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন। তবে, তারা সেসব অভিযোগ অস্বীকার করেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকার সিএইচপিকে দুর্বল করে দেওয়ার চেষ্টা করছে। ২০২৪ সালের স্থানীয় নির্বাচনে এরদোয়ানের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির জোরালো প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছিল দলটি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button