আন্তর্জাতিক

ইউক্রেনের বন্দর নগরী খেরসনে রাশিয়ার হামলায় নিহত ১

প্রবাহ ডেস্ক: ইউক্রেনের কৌশলগত বন্দর নগরী খেরসনে রাশিয়ার হামলায় গতকাল ৮১ বছর বয়সী এক নারী নিহত এবং আরও দুই জন আহত হয়েছে। স্থানীয় প্রসিকিউটরের কার্যালয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে জানিয়েছে, রাশিয়ান সেনাবাহিনী ভোরে দক্ষিণাঞ্চলীয় শহরে হামলা শুরু করে। এতে আরো বলা হয়, রাশিয়ার এই হামলায় ৮১ বছর বয়সী এক নারী নিহত এবং ৫৩ বছর বয়সী আরেকজন আহত হয়েছেন। এদিকে দেশটির আঞ্চলিক সামরিক প্রশাসন জানিয়েছে, শহরের কেন্দ্রস্থলে ড্রোন হামলায় ৫৬ বছর বয়সী একজন পুরুষও আহত হয়েছেন। কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, রাশিয়ার হামলায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রসিকিউটররা বলেন, তারা যুদ্ধাপরাধের তদন্ত শুরু করেছেন। রাশিয়া সাম্প্রতিক মাসগুলোতে বন্দুকধারী ইউক্রেনীয় সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযান জোরদার করেছে। রাশিয়া এখন ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ দখল করে ফেলেছে। খেরসন অঞ্চল রাশিয়ার আক্রমণের একটি মূল লক্ষ্যবস্তু। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর থেকে এই যুদ্ধে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button