আন্তর্জাতিক

গাজায় ইসরাইলি হামলায় নিহত ১৯

প্রবাহ ডেস্ক : গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, গতকাল শুক্রবার গাজা সিটি এবং এর আশেপাশের এলাকায় ইসরাইলি হামলায় অন্তত ১৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনের গাজা সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, ‘গাজা সিটির বেশ কয়েকটি মহল্লা এবং শহরের উপকণ্ঠে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের বসবাসের তাঁবু ও আবাসিক ভবন লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।’ জাতিসংঘ জানিয়েছে, সেখানে ১০ লক্ষাধিক মানুষ দুর্ভিক্ষের সম্মুখীন। গাজা সিটি পুরোপুরি দখলের পরিকল্পনার কথা জানানোর পর ইসরাইল সেখানে বোমা হামলা জোরদার করেছে। ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র নাদাভ শোশানি গত বৃহস্পতিবার বলেছেন, অভিযান শুরুর সময় সম্পর্কে কোনো ঘোষণা দেওয়া হবে না। ইসরাইলি সেনাবাহিনীর আরেক মুখপাত্র এফি ডিফ্রিন দাবি করেন, ইসরাইলি সৈন্যরা ইতোমধ্যেই গাজা সিটির ৪০ শতাংশ নিয়ন্ত্রণে নিয়েছে। ইসরাইলের ধারণা, তারা নতুনভাবে আক্রমণ চালালে দক্ষিণে প্রায় ১০ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button