আন্তর্জাতিক

পাকিস্তানে বন্যাকবলিত গ্রামে উদ্ধারকারী নৌকা ডুবে নিহত ৯

প্রবাহ ডেস্ক : পাকিস্তানে বন্যা ত্রাণ কার্যক্রম চলাকালে একটি উদ্ধারকারী নৌকা ডুবে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। নৌকাটি উল্টে যায় এবং বাকি ১৫ জনকে নিরাপদে পানির বাইরে আনা হয়। গতকাল শুক্রবার দেশটির কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। পাঞ্জাব দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (পিডিএমএ) এক বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার পূর্ব পাঞ্জাব প্রদেশের ঐতিহাসিক শহর মুলতানের কাছে একটি গ্রামে এ ঘটনা ঘটে। বিবৃতিতে আরো বলা হয়, নৌকাটি একটি গ্রাম থেকে ২৪ জনকে উদ্ধার করেছিল। গ্রামটি বন্যার পানিতে প্লাবিত হয়েছিল। উদ্ধার কর্মকর্তাদের মতে, পাকিস্তানের গ্রামীণ অনেক এলাকায় মানুষ ঘরবাড়ি ছাড়তে রাজি নন। বিশেষ করে গরু, ছাগলসহ জীবিকা নির্বাহের মূল উৎস পশুপাখি ছাড়া যেতে চান না। ফলে অনেক সময় জোরপূর্বক সরিয়ে নেওয়ার প্রয়োজন পড়ে। পিডিএমএ বলেছে, মানুষের অসহযোগিতার কারণে উদ্ধারকাজ কঠিন হয়ে পড়েছে। এ বছরের তীব্র মৌসুমি বৃষ্টি ও নদ-নদীর পানি বেড়ে যাওয়ায় ফলে সৃষ্ট বন্যায় পাকিস্তানে জুনের শেষ দিক থেকে এখন পর্যন্ত অন্তত ৯৪৬ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে কেবল পাঞ্জাব প্রদেশে মারা গেছেন ৯৭ জন। বন্যায় বিপুল পরিমাণ ফসলি জমিও তলিয়ে গেছে। পাকিস্তানের মোট ২৪ কোটি জনসংখ্যার অর্ধেকের বসবাস পাঞ্জাবে। প্রদেশটি দেশটির প্রধান খাদ্যভা-ার হিসেবে পরিচিত। কর্তৃপক্ষের হিসাবে, আগস্টের শেষ দিক থেকে প্রদেশটির ৪ হাজার ৫০০-এর বেশি গ্রাম প্লাবিত হয়েছে এবং ৪৪ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত কমপক্ষে ২৪ লাখ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। সূত্র : রয়টার্স

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button