আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের কঠোর নিন্দা চীনের

প্রবাহ ডেস্ক : গাজায় সামরিক অভিযান জোরদার করায় ইসরায়েলের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে চীন। দেশটি বলেছে, তারা গাজায় সামরিক অভিযান বাড়ানোর ‘কঠোর বিরোধিতা’ করে। একই সঙ্গে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ক্ষতি করে এমন সব কর্মকা-ের নিন্দা জানায়। খবর এএফপির। গতকাল বুধবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, ‘গাজায় ইসরায়েলের সামরিক অভিযান বৃদ্ধির কঠোর বিরোধিতা করে চীন। একই সঙ্গে আমরা বেসামরিক নাগরিকদের ক্ষতি করে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এমন সব কর্মকা-ের নিন্দা জানাই।’ এর আগে গত মঙ্গলবার ভোর থেকেই গাজা সিটিতে ব্যাপক বোমা হামলা শুরু করে ইসরায়েল। তাদের দাবি, হামাসকে লক্ষ্য করে গাজা উপত্যকার এই বৃহত্তম নগর কেন্দ্রে অভিযান জোরদার করা হয়েছে। এই অভিযান এমন এক সময়ে শুরু হয়েছে যখন ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি ভূখ-ে ‘গণহত্যা’ চালানোর অভিযোগ এনেছে জাতিসংঘ। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এই অপরাধে উসকানি দিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button