গাজা স্থিতিশীলতা বাহিনীর স্থায়ী শান্তি নিশ্চিত করতে হবে: তুরস্ক

প্রবাহ ডেস্ক : গাজায় যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী প্রস্তাবিত আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর (ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সেস বা আইএসএফ) গঠন নিয়ে সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে চিন্তার কোনও শেষ নেই। এই বাহিনী গাজার ভঙ্গুর যুদ্ধবিরতিতে স্থায়ী রূপ দিতে সহায়তা করবে বলে আশা প্রকাশ করেছে তুরস্ক। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। আঙ্কারায় গতকাল বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে এ কথা বলা হয়। সাম্প্রতিক যুদ্ধবিরতি কার্যকরে তুরস্কও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ইসরায়েলের আপত্তি সত্ত্বেও তারা প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীতে যোগদানের ইচ্ছা প্রকাশ করে আসছে। এছাড়া, ওই একই বিবৃতিতে আরও বলা হয়, গাজার জন্য যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত সংগঠন সামরিক-বেসামরিক সমন্বয় কেন্দ্রের (সিভিল-মিলিটারি কো অর্ডিনেশন সেন্টার) আরও সুস্পষ্ট পদক্ষেপ নেওয়া উচিত। যেমন, আন্তর্জাতিক আইন অনুযায়ী গাজায় ত্রাণ সহায়তা নির্বিঘœ রাখার নিশ্চয়তা দেওয়া। পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর সদস্য তুরস্ক হচ্ছে ইসরায়েলের অন্যতম সমালোচক একটি রাষ্ট্র। গাজায় দুবছরের বেশি সময় ধরে চলা আগ্রাসনের পুরোটা জুড়েই তারা নেতানিয়াহু সরকারের নিন্দা জানিয়ে গেছে।



