আন্তর্জাতিক

পাকিস্তানে কারখানায় ভয়াবহ বয়লার বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

প্রবাহ ডেস্ক : পাকিস্তানের ফয়সালাবাদের একটি গ্লু নির্মাণ কারখানায় ভয়াবহ বয়লার বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কমপক্ষে সাতজনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গতকাল শুক্রবার ভোরে ফয়সালাবাদের মালিকপুর এলাকায় অবস্থিত কারখানাটিতে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় কারখানার ভবনটি ধসে পড়ে এবং আশপাশের বেশ কয়েকটি স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লিকেজ থেকেই বয়লার বিস্ফোরণটি ঘটেছে। কমিশনার জানান, নিহতদের বেশিরভাগই কারখানার পাশের বাড়ির বাসিন্দা এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম ব্যক্তিগতভাবে উদ্ধার অভিযান তদারকি করছেন।বিস্ফোরণের তীব্রতায় কারখানার ভবন ধসে পড়ে এবং তাতে আগুন ধরে যায়। রেসকিউ বিভাগের এক মুখপাত্র জানান, বিস্ফোরণটি কারখানার কেমিক্যাল গুদামে ঘটে, এতে কারখানার বড় অংশ, বিশেষ করে ছাদের বেশিরভাগ অংশ ধসে পড়ে। কারখানার পেছনে থাকা সাত-আটটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব বাড়ির ছাদ ভেঙে পড়ায় বাসিন্দা ও কারখানার কয়েকজন শ্রমিক ধ্বংসস্তূপে আটকা পড়েন। প্রথমে তিনজনের মৃত্যু ও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেলেও, পরে ধ্বংসস্তূপ থেকে আরও মরদেহ উদ্ধারের পর মৃতের সংখ্যা বেড়ে ১০ এবং এরপর ১৫-তে পৌঁছায়। গুরুতর আহতদের মধ্যেও কয়েকজন চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারিয়েছেন। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ সরানোর কাজ চালিয়ে যাচ্ছেন এবং আশঙ্কা করা হচ্ছে, আরও মানুষ ভেতরে আটকা থাকতে পারেন বলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
সূত্র: জিও নিউজ

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button