আন্তর্জাতিক

‘আমাকে ফ্যাসিস্ট বলতে পারো’, মামদানিকে প্রেসিডেন্ট ট্রাম্প

প্রবাহ ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকে করেছেন। এ সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘মামদানি যদি তাকে ‘ফ্যাসিস্ট’ বলে থাকে, এ নিয়ে তিনি আপত্তি করবেন না।’ মামদানি নিজের নির্বাচনী প্রচারণা সমাবেশে এই শব্দটি ব্যবহার করেছিলেন। গতকাল শনিবার সিএনএন জানিয়েছে, বৈঠকটি দুর্দান্ত এবং ফলপ্রসূ হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমাদের একটি মিল আছে, আমরা চাই শহরটি ভালোভাবে চলুক। আমি তাকে অভিনন্দন জানিয়েছি এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি। তিনি আরও যোগ করেন, ‘আমি মনে করি তিনি একজন খুব ভালো মেয়র হবেন। তার সাফল্য আমাকে খুশি করবে। দলগত পার্থক্য থাকলেও তার কিছু কাজ কিছু রক্ষণশীল এবং উদারপন্থী মানুষকে চমকে দিতে পারে।’ বৈঠককে ফলপ্রসূ আখ্যা দিয়ে মামদানি বলেন, ‘প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করে আমি কৃতজ্ঞ। আমরা জীবনযাত্রার ব্যয়, ভাড়া, মুদিখানা ও ইউটিলিটি সমস্যার সমাধানে একসাথে কাজ করার জন্য প্রস্তুত।’ উভয় নেতা রাজনৈতিক পার্থক্য থাকা সত্ত্বেও নগরীর উন্নয়ন এবং বাসিন্দাদের অর্থনৈতিক চ্যালেঞ্জ সমাধানে মনোনিবেশ করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button