আন্তর্জাতিক

তাইওয়ানে অস্ত্র বিক্রি নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল চীন

প্রবাহ ডেস্ক : তাইওয়ানে অস্ত্র বিক্রি নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে রাশিয়ায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ঝাং হানহুই বলেছেন, ‘তাইওয়ানে মার্কিন অস্ত্র বিক্রি এক চীন নীতি এবং চীন-মার্কিন যৌথ ইশতেহারের তিনটি বিধানের স্পষ্ট লঙ্ঘন। এটি চীনের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা স্বার্থ লঙ্ঘনকারী গুরুতর উস্কানিমূলক কর্মকা-।’ গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, হানহুই জোর দিয়ে বলেন, ‘এই ধরনের কর্মকা- তাইওয়ান প্রণালীর দুই পক্ষের চূড়ান্ত পুনর্মিলনের ঐতিহাসিক অনিবার্যতাকে পরিবর্তন করতে পারে না। তারা কেবল প্রণালীর পরিস্থিতিকে আরও বিপজ্জনক পর্যায়ে নিয়ে যেতে পারে।’ তার ভাষায়, ‘চীন তাইওয়ানের সঙ্গে যে কোনো দেশ ও অঞ্চলের সামরিক যোগাযোগের তীব্র বিরোধিতা করে এবং তাইওয়ানে অস্ত্র সরবরাহের দৃড় বিরোধিতা করে।’ কূটনীতিক আরও বলেন, ‘এই বছর তাইওয়ানের স্বদেশে প্রত্যাবর্তনের ৮০তম বার্ষিকী। এটি ন্যায়বিচারের এবং তাইওয়ান প্রণালীর উভয় পাশের স্বদেশীদের মধ্যে অটুট রক্তের বন্ধনের বিজয়।’ তিনি স্মরণ করিয়ে দেন, চীন ২৫ অক্টোবরকে তাইওয়ানের ‘পশ্চাদপসরণ দিবস’ হিসেবে ঘোষণা করেছে। ক্রমবর্ধমান সংখ্যক তাইওয়ানের বাসিন্দা ‘এক দেশ – দুই ব্যবস্থা নীতি’ এবং ১৯৯২ সালের ঐকমত্যকে সমর্থন করে। বিপুল সংখ্যক তাইওয়ানী উদ্যোক্তা মূল ভূখ- চীনে ব্যবসা পরিচালনা করে, শিক্ষার্থীরা মূল ভূখ- চীনে পড়াশোনা করছে, দুই উপকূলের মধ্যে যোগাযোগ ঘনিষ্ঠ হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button