আন্তর্জাতিক

কৃষ্ণসাগরে ফের তেলের ট্যাঙ্কারে হামলা

প্রবাহ ডেস্ক : কৃষ্ণসাগরে আরও একটি তেলের ট্যাঙ্কার হামলার শিকার হয়েছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সূর্যমুখী তেল বোঝাই জাহাজটি রাশিয়া থেকে জর্জিয়ায় যাচ্ছিল। গতকাল মঙ্গলবার হামলার এ তথ্য জানায় তুরস্কের মেরিটাইম অ্যাফেয়ার্স অধিদপ্তর। খবর বার্তা সংস্থা এএফপির। মেরিটাইম অ্যাফেয়ার্স অধিদপ্তর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, আজ সকালে ‘মিডভোলগা ২’ নামের ট্যাঙ্কারে হামলা চালানো হয়েছে। উপকূল থেকে ৮০ নটিক্যাল মাইল দূরে হামলার ঘটনা ঘটে। ১৩ জন ক্রু সদস্য নিয়ে ট্যাঙ্কারটি রাশিয়া থেকে জর্জিয়া যাচ্ছিল। জাহাজে সূর্যমুখী তেল বোঝাই ছিল। জাহাজটির কর্মীরা নিরাপদ আছেন এবং কোনো সহায়তার অনুরোধ করা হয়নি বলেও জানানো হয়েছে। ড্রোন হামলার পর সোমবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এই ধরনের হামলাকে ‘উদ্বেগজনক উত্তেজনা’ বলে সমালোচনা করেছিলেন। তিনি বলেন, আমরা কোনও অবস্থাতেই এই আক্রমণগুলি মেনে নিতে পারি না, যা আমাদের অর্থনৈতিক অঞ্চলে নৌচলাচল, পরিবেশ এবং জীবনের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। তুরস্কের প্রেসিডেন্ট আরও বলেন, ‘রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে সংঘাত স্পষ্টতই এমন এক পর্যায়ে পৌঁছেছে, যা কৃষ্ণসাগরে নৌচলাচলের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে।’

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button