সুদানে ঘাঁটিতে অবতরণের সময় বিমান বিধ্বস্ত, ভেতরে থাকা সবাই নিহত

প্রবাহ ডেস্ক : সুদানের পূর্বাঞ্চলের একটি ঘাঁটিতে অবতরণের চেষ্টার সময় একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় বিমানটিতে থাকা সব ক্রু সদস্য নিহত হয়েছেন। গতকাল বুধবার সামরিক সূত্র বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, মঙ্গলবার পোর্ট সুদানের প্রধান বিমানবন্দরের কাছে ওসমান দিগনা বিমানঘাঁটির কাছে পৌঁছানোর সময় ‘ইলিউশিন ইল-৭৬’ মডেলের বিমানটি ‘যান্ত্রিক ত্রুটির’ কারণে বিধ্বস্ত হয়। এ ঘটনায় বিমানে থাকা সকল ক্রু সদস্য নিহত হয়েছেন। কিন্তু সুদানের সশস্ত্র বাহিনী কতজন সদস্য বিমানে ছিলেন, তা প্রকাশ করেনি। সামরিক সূত্র আল জাজিরাকে জানিয়েছে, আধাসামরিক বাহিনী আরএসএফ-এর সঙ্গে লড়াইয়ের মাঝে সেনাবাহিনী পশ্চিম কর্ডোফানের বাবনুসা থেকে সরে আসছে। এটি একটি কৌশলগত প্রবেশদ্বার। আরএসএফ জানিয়েছে, তারা ডিসেম্বরের শুরুতে এই অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছিল। গত মাসে আরএসএফ আল-ফাশারে গণহত্যা চালিয়ে শহরটি দখল করার পর সংঘাতের কেন্দ্রস্থল কর্দোফান অঞ্চলে স্থানান্তরিত হয়। সংযুক্ত আরব আমিরাত ধারাবাহিকভাবে আরএসএফকে সহায়তা করছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এলেও দেশটি তা অস্বীকার করে আসছে। ২০২৩ সালের এপ্রিল থেকে এই সংঘাতে হাজার হাজার মানুষ নিহত হয়েছে এবং ১ কোটি ২০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।


