আন্তর্জাতিক
ইউক্রেনের ৯০টি ড্রোন ধ্বংসের দাবি রাশিয়ার

প্রবাহ ডেস্ক : রাশিয়ার আকাশসীমা ও কৃষ্ণসাগর এলাকায় অন্তত ৯০টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংসের দাবি করেছে রুশ সেনাবাহিনী। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে গতকাল শুক্রবার জানানো হয়, গভীর রাতে ইউক্রেনের হামলার প্রতিহত করেছে তাদের বিমান বাহিনী। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, মস্কো থেকে ১৮১ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত তেভের শহরে হামলায় অন্তত সাতজন আহত হয়েছেন। মস্কোর মেয়র সের্গেই সোব্যানিন জানান, রাজধানীর দিকে উড়ে আসা আটটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। মস্কোর শেরেমেতিয়েভো বিমানবন্দর এক বিবৃতিতে জানায়, হামলার কারণে ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। রুশ বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, রাতে আরও কয়েকটি বিমানবন্দর সাময়িকভাবে কার্যক্রম স্থগিত রেখেছিল। ম, সূত্র: রয়টার্স



