আন্তর্জাতিক

রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলা

প্রবাহ ডেস্ক : রাশিয়ার একটি তেল শোধনারগার লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। এতে শোধনাগারটির বেশ ক্ষয়ক্ষতি হয়েছে এবং সেটি দেখভালের দায়িত্ব থাকা দুই জন আহত হয়েছেন। রাশিয়ার ক্রাসনোডার অঞ্চলের অপারেশনাল সদর দপ্তর গতকাল বুধবার এই খবর জানিয়েছে। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে রুশ সেনাবাহিনীর ক্রাসনোদার শাখার পক্ষ থেকে বলা হয়েছে, ড্রোন হামলার পর সেই শোধনাগার এবং তার আশপাশের ৩ হাজার ২২৯ বর্গফুট এলাকাজুড়ে আগুন ধরে যায়। আগুন দ্রুত নেভানো সম্ভব হলেও ক্ষয়ক্ষতি এড়ানো যায়নি। যে শোধানাগারটিকে লক্ষ্যবস্তু করেছে ইউক্রেনীয় সেনাবাহিনী, সেটির নাম তুয়াপস অয়েল রিফাইনারি। এটি রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ক্রাসনোদারে কৃষ্ণ সাগরের তীরে অবস্থিত। ইউক্রেনের মূল ভূখ- থেকে শোধনাগারটির দূরত্ব ৩৫০ কিলোমিটার। হামলায় রিফাইনারির সরঞ্জাম, একটি বন্দর ঘাট এবং পাঁচটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। চারটি অ্যাপার্টমেন্ট ব্লক এবং একটি ব্যক্তিগত বাড়ির জানালা ভেঙে গেছে। ক্রাসনোডার অপারেশনাল সদর দপ্তর টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে এই তথ্য জানিয়েছে। তবে কতটা সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে বা রিফাইনারির কার্যক্রম বন্ধ হয়েছে কি না, সে সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়নি কর্তৃপক্ষ। তুয়াপসে রাশিয়ার প্রধান কৃষ্ণ সমুদ্র তীরবর্তী তেল রপ্তানি কেন্দ্রগুলোর একটি। এখানে রোসনেফটের রপ্তানিমুখী তুয়াপসে রিফাইনারি রয়েছে, যার দৈনিক প্রায় ২ লাখ ৪০ হাজার ব্যারেল কাঁচা তেল প্রক্রিয়াকরণের ক্ষমতা রয়েছে। রিফাইনারি ন্যাফথা, ফুয়েল অয়েল ও ডিজেলসহ বিভিন্ন তেলজাত পণ্য সরবরাহ করে। রাশিয়া প্রায় চার বছর আগে যে যুদ্ধ শুরু করেছিল, সেই যুদ্ধে তুয়াপসের বন্দর ও রিফাইনারি ইউক্রেনীয় ড্রোন হামলার শিকার হয়েছে বারবার। অতীতের হামলায় আগুন লেগে গিয়েছিল এবং কখনো কখনো রিফাইনারির কার্যক্রমও ব্যাহত হয়েছিল। হামলার বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে কোনো তাৎক্ষণিক অফিসিয়াল মন্তব্য আসেনি। রয়টার্স এই প্রতিবেদন বা ক্ষতির পরিমাণ স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button