আন্তর্জাতিক

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে একজনের মৃত্যুদ- কার্যকর

প্রবাহ ডেস্ক : ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরান একজনের মৃত্যুদ- কার্যকর করেছে বলে শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটির বিচার বিভাগ সংশ্লিষ্ট গণমাধ্যম মিজান জানিয়েছে। মৃত্যুদ- কার্যকর হওয়া ব্যক্তির নাম আলি আরদেস্তানি বলেও গতকাল বুধবার তাদের প্রতিবেদনে জানানো হয়েছে। ইসরায়েলের সঙ্গে কয়েক দশকের ছায়াযুদ্ধে আটকে পড়া ইরান ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যোগসাজশ এবং ইরানে মোসাদের কার্যক্রমে সহযোগিতার দায়ে অসংখ্য মানুষের মৃত্যুদ- কার্যকর করেছে। “দেশের সংবেদনশীল তথ্য সরবরাহ করে মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অপরাধে আলি আরদেস্তানিকে মৃত্যুদ- দেওয়া হয়েছিল, সুপ্রিম কোর্টের অনুমোদন ও সব আইনি প্রক্রিয়া শেষে তা কার্যকর করা হয়েছে,” মিজানের প্রতিবেদনে এমনটা বলা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সাম্প্রতিক বছরগুলোতে ইরান ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে মৃত্যুদ- কার্যকরের হার বাড়িয়েছে। গত বছরের জুনে ইরান-ইসরায়েল সংঘাত ও ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলার পর এখন প্রায় প্রতি মাসেই এ ধরনের মৃত্যুদ- কার্যকরের খবর পাওয়া যাচ্ছে। ইরানে এখন শাসকগোষ্ঠীর বিরুদ্ধে তুমুল আন্দোলনও চলছে। সাম্প্রতিক অস্থিরতায় দেশটিতে কয়েক ডজন মানুষের মৃত্যুরও খবর পাওয়া গেছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button