আন্তর্জাতিক

রাশিয়ার ব্যাপক হামলা কিয়েভের মিত্রদের জন্য ‘পরীক্ষা’: ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী

প্রবাহ ডেস্ক : ইউক্রেন গতকাল শুক্রবার জানিয়েছে, রাশিয়ার রাতভর প্রাণঘাতী ড্রোন ও হাইপারসনিক ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা ইউরোপের জন্য হুমকি এবং কিয়েভের মিত্রদের জন্য একটি ‘পরীক্ষা’।কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিগা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘ইইউ ও ন্যাটো সীমান্তের কাছাকাছি এমন হামলা ইউরোপ মহাদেশের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি এবং ট্রান্সআটলান্টিক কমিউনিটির জন্য একটি পরীক্ষা। আমরা রাশিয়ার বেপরোয়া কর্মকা-ের বিরুদ্ধে শক্ত প্রতিক্রিয়া দাবি করছি।’ মস্কো জানিয়েছে, তারা ডিসেম্বর মাসে রাশিয়ার নেতা ভ্লাদিমির পুতিনের একটি বাসভবনে ড্রোন হামলার প্রতিক্রিয়ায় ওরেশনিক ব্যবহার করেছে। ইউক্রেন এ হামলার দায় অস্বীকার করেছে এবং দুই পক্ষকে শান্তি চুক্তিতে সম্মত করতে মধ্যস্থতাকারী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলেছেন, তিনি বিশ্বাস করেন না যে এমন কোনো হামলা হয়েছিল। সিবিগা তার বিবৃতিতে আরও বলেন, রাশিয়া ‘পুতিনের বাসভবনে হামলার’ যে ভুয়া দাবিকে ঘিরে এই হামলাকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করছে, তা সম্পূর্ণ অযৌক্তিক। এটি কখনো ঘটেনি। তিনি রাশিয়ার বর্ণনাকে পুতিনের ‘ভ্রান্ত কল্পনা’ হিসেবে উল্লেখ করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button