আন্তর্জাতিক

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ২

প্রবাহ ডেস্ক : ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার সীমান্তবর্তী কয়েকটি অঞ্চলে দুইজন নিহত ও আরো কয়েকজন আহত হয়েছেন। গতকাল বুধবার স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানায়। মস্কো থেকে বার্তাসংস্থা এএফপি জানায়, রোস্তভ-অন-ডন নগরীতে একটি ড্রোন হামলায় আবাসিক ভবনে আগুন লাগে। স্থানীয় গভর্নর ইউরি স্লিউসার টেলিগ্রামে জানান, একটি অ্যাপার্টমেন্টের পুড়ে যাওয়া অংশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। রোস্তভ অঞ্চলের অন্য এলাকায় চালানো হামলায় চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে চার বছর বয়সী এক শিশুও রয়েছে। এসব হামলায় কয়েকটি শিল্প এলাকায় আগুন ধরে যায়। এদিকে সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলে একটি ইউক্রেনীয় ড্রোন একটি যানবাহনে আঘাত হানলে এক নারী নিহত ও এক পুরুষ আহত হন। আঞ্চলিক গভর্নর ভিয়াচেস্লাভ গ্লাদকভ টেলিগ্রামে এ তথ্য জানান। রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রায় হামলা শুরু করে। সাম্প্রতিক মাসগুলোয় দেশটি প্রায় প্রতি রাতেই কয়েক শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে হামলা চালাচ্ছে। এর পাল্টা জবাবে ইউক্রেনও প্রতি রাতে রাশিয়ার দিকে বেশ কিছু সংখ্যক ড্রোন পাঠাচ্ছে। কিয়েভের দাবি, এসব হামলার লক্ষ্য মূলত জ্বালানি খাত, যা ক্রেমলিনকে এই যুদ্ধ চালাতে অর্থ যোগাচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button