আন্তর্জাতিক

ইসরায়েলের হামলায় তিন ফিলিস্তিন নিহত

প্রবাহ ডেস্ক : শান্তিচুক্তি থাকা সত্ত্বেও গত শনিবার গাজায় ইসরায়েলি সেনাদের হামলায় তিনজন ফিলিস্তিন নিহত হয়েছেন, যার মধ্যে দুটি শিশু রয়েছে। আল-জাওয়ারা পরিবারের ১৪ বছর বয়সী সালমান জাকারিয়া ও ১৫ বছর বয়সী মোহাম্মদ ইউসুফ কামাল আদওয়ান হাসপাতালের কাছে ইসরায়েলি ড্রোন হামলায় মারা গেছেন। দক্ষিণ ও উত্তর গাজার বিভিন্ন এলাকায় আরও অনেক ফিলিস্তিন আহত হয়েছে। জাবালিয়া ও বেইত লাহিয়ার কিছু এলাকায় হামলা চালানো হয়েছে, যেখানে ইসরায়েলি সেনারা পূর্বে চুক্তির শর্তে সরে গিয়েছিল। খান ইউনিসে এক ফিলিস্তিন নিহত এবং একজন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাজার কেন্দ্রে ইসরায়েলি কোয়াডকপ্টার ড্রোনও গুলি চালিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে, ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ৭১ হাজার ৬০০ এর বেশি মানুষ নিহত এবং ১ লাখ ৭১ হাজার ৩০০ আহত হয়েছে। শান্তিচুক্তি কার্যকর হওয়া সত্ত্বেও হামলা অব্যাহত রয়েছে। এ পর্যন্ত ৪৮১ ফিলিস্তিন নিহত ও ১ হাজার ৩১৩ আহত হয়েছে।
সূত্র: আনাদোলুর

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button