আন্তর্জাতিক

সিরিয়ায় পুঁতে রাখা মাইন বিস্ফোরণে নিহত ৫

প্রবাহ ডেস্ক : সিরিয়ার উত্তরাঞ্চলের আলেপ্পো শহরে ওয়াইপিজি সন্ত্রাসী গোষ্ঠীর পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে অন্তত পাঁচজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। অঞ্চলের তিশরিন ও কারা কোজাক বাঁধসংলগ্ন গ্রামের বাসিন্দারা নিজ বাড়িতে ফেরার সময় এ বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আলেপ্পো মিডিয়া ডিরেক্টরেট মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, এলাকা ছাড়ার আগে ওয়াইপিজি সন্ত্রাসী গোষ্ঠী পরিকল্পিতভাবে অসংখ্য বেসামরিক বাড়ি ও সড়কে স্থলমাইন পুঁতে রাখে। এতে দীর্ঘদিন পর ঘরে ফেরা সাধারণ মানুষ প্রাণঘাতী ঝুঁকির মুখে পড়ছে। বিবৃতিতে বলা হয়, ‘গোষ্ঠীটি চলে যাওয়ার আগে বিপুল সংখ্যক বেসামরিক বাড়িতে স্থলমাইন পুঁতে গেছে। বর্তমানে এসব স্থলমাইন সাধারণ মানুষের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।’ এদিকে মানবিক পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) ও সিরিয়ান আরব রেড ক্রিসেন্টের সঙ্গে সমন্বয় করে আলেপ্পো রেসপন্সের কেন্দ্রীয় কমিটি খাদ্য, চিকিৎসা ও ত্রাণসামগ্রী বহনকারী মানবিক সহায়তা বহর আইন আল-আরাব (আইন আল-আরাব) এলাকায় পাঠিয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, সিরিয়ান সেনাবাহিনীর অপারেশনস কমান্ড ঘোষিত নূর আলি ক্রসিং দিয়ে বহু বেসামরিক নাগরিক এলাকা ত্যাগ করেছে। তাদের জন্য সাররিন শহর ও আলেপ্পো নগরে একাধিক আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button