মসজিদে নববিতে চালু হলো ‘স্মার্ট কমান্ড সেন্টার’

প্রবাহ ডেস্ক : আসন্ন পবিত্র রমজান (১৪৪৭ হিজরি) ও হজ মৌসুমকে সামনে রেখে মদিনার মসজিদে নববিতে আগত মুসল্লিদের সেবার মান বৃদ্ধিতে একটি অত্যাধুনিক ‘স্মার্ট ইঞ্জিনিয়ারিং সেন্টার ফর কমান্ড অ্যান্ড কন্ট্রোল’ চালু করা হয়েছে। বুধবার সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী এবং দুই পবিত্র মসজিদের জেনারেল অথরিটির চেয়ারম্যান ড. তৌফিক আল-রাবিয়াহ আনুষ্ঠানিকভাবে এই সেন্টারের উদ্বোধন করেন। মদিনায় আগত লাখ লাখ মুসল্লির নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করাই এই সেন্টারের মূল লক্ষ্য। প্রায় ৩১৫ বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত এই কমান্ড সেন্টারে স্থাপন করা হয়েছে ২২টি বিশালাকার ওয়াল-মাউন্টেড ডিসপ্লে স্ক্রিন। এটি একটি কেন্দ্রীয় হাব হিসেবে কাজ করবে, যার মাধ্যমে মসজিদে নববীর সকল সম্পদ, সেবার মান ও দর্শনার্থীদের প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে। উন্নত অপারেশনাল প্ল্যাটফর্মের মাধ্যমে এই সেন্টারে যুক্ত করা হয়েছে স্মার্ট নোটিফিকেশন সিস্টেম, কমপ্লায়েন্স মনিটরিং টুলস ও পারফরম্যান্স অ্যানালিটিক্সের মতো আধুনিক প্রযুক্তি। এটি মসজিদের বিদ্যুৎ, পানি, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং ভিড় ব্যবস্থাপনাকে আরও গতিশীল করবে। কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষ কারিগরি কর্মীদের তত্ত্বাবধানে মোট ৪টি শিফটে এই সেন্টারটি দিন-রাত ২৪ ঘণ্টা চালু থাকবে। বিশেষ করে রমজান ও হজের সময় যখন মদিনায় জনসমাগম বহুগুণ বেড়ে যায়, তখন যেকোনো যান্ত্রিক ত্রুটি বা জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবিলায় এই সেন্টার কার্যকরী ভূমিকা রাখবে। সৌদি ভিশন-২০৩০-এর অংশ হিসেবে পবিত্র দুই মসজিদের আধুনিকায়নের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, এই স্মার্ট কমান্ড সেন্টারটি তারই একটি বড় পদক্ষেপ। এর ফলে জিয়ারতকারীরা আরও নির্বিঘেœ ও স্বাচ্ছন্দ্যে তাদের ইবাদত সম্পন্ন করতে পারবেন বলে আশা করা হচ্ছে।



