লেবাননের বিভিন্ন গ্রামে ইসরায়েলি বাহিনীর বিমান হামলা

প্রবাহ ডেস্ক : দক্ষিণ লেবাননের বিভিন্ন গ্রামে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় অন্তত দুইজন আহত হয়েছেন। এছাড়া কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ। খবরে বলা হয়, আল-দাউদিয়া এলাকায় একটি মেরামত কারখানায় হামলা হলে দুইজন সামান্য আহত হন। হামলার ফলে আল-দাউদিয়া, মসাইলেহ, আল-নাজ্জারিয়াহ, তেফাহতা ও আল-মামারিয়াহ এলাকায় বিদ্যুৎ সরবরাহও বন্ধ হয়ে যায়। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, তারা হিজবুল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট অবকাঠামো ও প্রকৌশল যানবাহন লক্ষ্য করে হামলা চালিয়েছে। তাদের দাবি, এসব ব্যবস্থার মাধ্যমে সংগঠনটি সামরিক সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা করছিল। এর আগে একই দিনে দক্ষিণ লেবাননের সিদ্দিকিন এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় একজন নিহত হন। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, ওই ব্যক্তি সংশ্লিষ্ট কার্যক্রমে জড়িত ছিলেন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ২০২৪ সালের ২৭ নভেম্বর যুদ্ধবিরতি কার্যকর হলেও দক্ষিণ ও পূর্ব লেবানন এবং বৈরুতের দক্ষিণ উপশহরে ইসরায়েলি অভিযান চলছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশন জানিয়েছে, যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলের ১০ হাজারের বেশি চুক্তি লঙ্ঘনের ঘটনা নথিভুক্ত হয়েছে। একই সময়ে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এসব ঘটনায় প্রায় ৩৪০ জন নিহত এবং ৯৭০ জনের বেশি আহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।



