মিয়ানমারে নির্বাচনকালে জান্তার বিমান হামলা

প্রবাহ ডেস্ক : জান্তাশাসিত মিয়ানমারে বিমান বাহিনী দেশটির জাতীয় নির্বাচনের সময় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে । এতে নিহত হয়েছেন কমপক্ষে ১৭০ জন। ২০২১ সালের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের প্রায় ৫ বছরের পর ২০২৫ সালের সেপ্টেম্বরে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করে মিয়ানমারের সামরিক সরকার। সেই ঘোষণায় বলা হয়েছিল, মোট তিন দফায় ভোটগ্রহণ হবে। তবে ‘বহুদলীয় গণতান্ত্রিক সাধারণ নির্বাচন ও সুষ্ঠু ভোটের জন্য উপযুক্ততা’ না থাকায় দেশের ১২১টি আসনে ভোট হবে না বলে তফসিলে জানিয়েছিল নির্বাচন কমিশন। কমিশনের ঘোষণা অনুযায়ী গত রোববার ভোটগ্রহণ শেষ হয়েছে এবং চূড়ান্ত ভোট গণনা শেষে দেখা গেছে, নির্বাচনে ভূমিধস বিজয় অর্জন করেছে দেশটির সামরিক বাহিনী সমর্থিত দল ইউনিয়ন অ্যান্ড সলিডারিটি পার্টি (ইউএসডিপি)। গত বৃহস্পতিবার ‘নির্ভরযোগ্য সূত্র’-এর বরাত দিয়ে গত বৃহস্পতিবার এক বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশন জানিয়েছে, নির্বাচনের ভোট গ্রহণের সময়, অর্থাৎ ২৮ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত সময়কালে মিয়ানমারের বিদ্রোহী অধ্যুষিত এলাকাগুলোতে কমপক্ষে ৫০৮টি ছোট-বড় বিমান অভিযান পরিচালনা করেছে বিমান বাহিনী। সেসব অভিযানেই নিহত হয়েছেন এই ১৭০ জন। বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনের মিয়ানমার শাখার প্রধান জেমস রোডেহ্যাভের বলেছেন, ডিসেম্বরের মাঝামাঝি থেকে মিয়ানমারের বিভিন্ন এলাকায় বিমান অভিযান শুরু করে মিয়ানমারের বিমানবাহিনী এবং গত রোববার পর্যন্ত এ অভিযান অব্যাহত ছিলো। নিহতদের মধ্যে কয়েক জন প্রার্থীও ছিলেন। জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান ভলকার তুর্ক এই নির্বাচনেকে ‘ভুয়া এবং সামরিক বাহিনীর সাজানো নাটক’ বলে উল্লেখ করেছেন। সূত্র : বিবিসি



